অর্ঘ
আমি চেষ্টা করেছি বাধতে তোমায়, আমার কবিতায়;
তোমায় জানাতে সেই পথ, যা দিয়ে তুমি আমায় অনুভব করবে।
হতে পারে তার অর্থটা খুবই সাধারণ,
শব্দগুলো নির্বাক, তোমার জন্য অযোগ্য,
তার ছন্দ আমার ভালবাসার মতই দুর্বোধ্য,
তবু, তোমার সাথে সাযুজ্য রাখতে পারিনি।
আমার প্রতিটি অনুভূতি যেন আমি হারিয়ে ফেলেছি।
প্রতিটি চরণ যেন অযোগ্যতায় নতশির হয় তোমার চরণে;
প্রতিটি অলঙ্কার লজ্জা পায় তোমাতে শোভিত হতে;
তবুও তাকে আমি আমার কবিতায় ঠাই দিয়েছি।
কেননা, তোমার উপযুক্ত কোন শব্দ আমি খুঁজে পাইনি
আমি প্রতিটি অনুভবে ব্যর্থ হয়েছি।
তোমাকে অনুভব করার সামর্থ্যও যে আমার ছিলনা।
জানিনা আমার কবিতা সার্থক হয়েছে কি’না!
আমি প্রতিটি পঙক্তিতে ব্যর্থ হয়েছি।
তোমার অনুপ্রাসের কাছে হার মেনেছে সবকিছু।
আমার আবেগ ছুটে চলেছে অবিরত,
আমি তাকে শৃঙ্খলিত করতে পারিনি।
আমি যে কবি নই, আমি প্রেমিক!
ভালবাসাকে যে আমি বাধতে পারিনা।
হৃদয়ের ভালবাসার যথার্থ স্ফুরণ আমি ঘটাতে পারিনি।
আমি জানি আমার এ কবিতা তোমার যোগ্য নয়।
আজ থেকে সহস্র বছর পরে;
কেউ যদি আমার এ কবিতা পড়ে,
তবে সে যে আমার ভালবাসাকে অনুভব করবেনা।
আমার ব্যর্থতার কথা না জেনে,
সে তোমার অনুভূতি থেকে বঞ্চিত হবে।
আমায় ক্ষমা কর।
এ ব্যর্থ হৃদয়ের অর্ঘ্য তুমি নিয় না।
আমি তোমায় কোন শব্দে বা ছন্দে খুঁজে পাইনি;
কেবল হৃদয় দিয়ে অনুভব করেছি।
তাই, আমি বাঁধতে পারিনি তোমায়-
আমার কবিতায়।
Comments
Post a Comment