মন খারাপের দল
মন খারাপের দল লুকিয়ে লুকিয়ে থাকে।
খুঁজে ফিরি বারবার গলিতে, পথের বাকে।
দুঃখবিলাসী আমি কোন এক প্রয়োজনে;
মন খারাপের দল থাকব তোমার সনে।
খুঁজে ফিরি বারবার গলিতে, পথের বাকে।
দুঃখবিলাসী আমি কোন এক প্রয়োজনে;
মন খারাপের দল থাকব তোমার সনে।
Comments
Post a Comment