মৃতের জন্ম
শুনেছি,
বেঁচে
ছিলাম,
একদা
কখনো
নিঃসীম শূন্যতা মাঝে। আজো কানে বাজে
নীরবতা মহাবিশ্বে যতটুকু আছে।
শূন্যতায় শুরু হয়ে অসীমের পরে
মম সত্তা ছিল একা। অনুভূতিহীন
বোধ ছেয়ে রেখেছিল আমায়। স্রষ্টার
আদেশ শুনেছি আমি। অতপর আমি
ধেয়ে আসি পৃথিবীর দিকে, জন্ম নিতে।
অতপর ভ্রমণ এ ধূলি ধূসরিত
ধরায়। শূন্যতা ছেড়ে অস্তিত্বের ভীড়ে
চিনেছি আলোতে এই কালো পৃথিবীকে।
এতে চিৎকারে ধিক্কার; কাম, ক্রোধ, লোভ,
পাপাচার প্রতিক্ষণে। বুঝেছি তারপর
শূন্যতাতেই বেঁচেছি। জন্মে মরে গেছি।
নিঃসীম শূন্যতা মাঝে। আজো কানে বাজে
নীরবতা মহাবিশ্বে যতটুকু আছে।
শূন্যতায় শুরু হয়ে অসীমের পরে
মম সত্তা ছিল একা। অনুভূতিহীন
বোধ ছেয়ে রেখেছিল আমায়। স্রষ্টার
আদেশ শুনেছি আমি। অতপর আমি
ধেয়ে আসি পৃথিবীর দিকে, জন্ম নিতে।
অতপর ভ্রমণ এ ধূলি ধূসরিত
ধরায়। শূন্যতা ছেড়ে অস্তিত্বের ভীড়ে
চিনেছি আলোতে এই কালো পৃথিবীকে।
এতে চিৎকারে ধিক্কার; কাম, ক্রোধ, লোভ,
পাপাচার প্রতিক্ষণে। বুঝেছি তারপর
শূন্যতাতেই বেঁচেছি। জন্মে মরে গেছি।
Comments
Post a Comment