বর্ণিল অশ্রু
অতপর সহসাই কাঁদতে শিখেছি।
এখন জল গড়ায় অশ্রুগ্রন্থিহীন আমার চোখেও।
অতপর আমার চোখের সবগুলো কোষ ফেটে,
শ্রাবণ মেঘের মত চিৎকার করে ঝরা শিখে গেছে।
বর্ণিল জলে দু'চোখ ছেয়েছে।
…এবং সকল জল ছাই হয়ে উঁড়ে গেছে গাঁজার ধোঁয়ায়।
উঁড়ে যাক, উঁড়ে যাক সব জল... সকল রক্ত মহাশূন্যের পায়।
যন্ত্রণা আর ভালবাসা অনুভূতিদের নিয়ে দূরে,
অন্য কোন মহাবিশ্বে চলে যাক উঁড়ে উঁড়ে।
তরল অনুভূতিরা অধরাই থাক। না ছোঁয়াই থাক।
আমার চোখের জল লুকোনোই থাক।
লুকোনোই থাক।
অতপর আমি কাঁদতে শিখেছি।
ধোঁয়ায় উঁড়িয়ে জল লুকোতেও শিখে গেছি।
এখন জল গড়ায় অশ্রুগ্রন্থিহীন আমার চোখেও।
অতপর আমার চোখের সবগুলো কোষ ফেটে,
শ্রাবণ মেঘের মত চিৎকার করে ঝরা শিখে গেছে।
বর্ণিল জলে দু'চোখ ছেয়েছে।
…এবং সকল জল ছাই হয়ে উঁড়ে গেছে গাঁজার ধোঁয়ায়।
উঁড়ে যাক, উঁড়ে যাক সব জল... সকল রক্ত মহাশূন্যের পায়।
যন্ত্রণা আর ভালবাসা অনুভূতিদের নিয়ে দূরে,
অন্য কোন মহাবিশ্বে চলে যাক উঁড়ে উঁড়ে।
তরল অনুভূতিরা অধরাই থাক। না ছোঁয়াই থাক।
আমার চোখের জল লুকোনোই থাক।
লুকোনোই থাক।
অতপর আমি কাঁদতে শিখেছি।
ধোঁয়ায় উঁড়িয়ে জল লুকোতেও শিখে গেছি।
Comments
Post a Comment