একাত্তরের ঋণ

দাবী জানাতে বলছ? জানিয়েছি তো!
প্রতিবাদ করতে বলছ? করেছি তো!
স্লোগান দিতে বলছ? দিয়েছি তো!
প্রতিবাদী গান গাইতে বলছ? গেয়েছি তো!

ওসব বস্তাপচা যতসব কর্মসূচী
সম্পাদিত হয়েছে বহু আগেই।
হয়েছে কি কিছু?
গান্ধি কিংবা লুথার কিং
কাউকে কি সফলতা পেতে দেখেছ?
ওরা বিখ্যাত হতে পারে। জাতিকে কিছু দিতে পারে না।
চে কিংবা মুজিবকে কখনও ব্যর্থ হতে দেখেছ?
যতসব দাগী সন্ত্রাসীই পেরেছে তার জাতিকে মুক্তি দিতে।
তোমার ওই জঘন্য সব অহিংসার বাণী;
তোমার ফুসফুসের মাঝেই রেখে দাও।
ওসব যেন এখন তোমার বাগযন্ত্র পেরিয়ে
আমার কান অবধি না পৌছায়।

অনেক হয়েছে।
অনেক হয়েছে তোমার অহিংসা আর
আমার পীচ ঢালা রাস্তায় পড়ে পড়ে মার খাওয়া।

এবার;
প্রতিহিংসা এবং
যতটা নির্মমতা আছে ওদের মাঝে;
তার চতুর্গুন হিংস্রতায় ওদের নিশ্চিহ্ন করে দেয়া।
কারণ,
আমাকে একাত্তরের ঋণ শোধ করতে হবে।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক