নিকোটিনেরা

এখানে বিষাক্ত আকাশ!
বিচ্ছিন্ন ধোয়ায় আচ্ছন্ন।
তার মাঝে নিকোটিনেরা খেলা করে।
ঈষদচ্ছ ধোয়ারা আমার কষ্টগুলোকে বয়ে নিয়ে চলে।
শরতের গোধূলির মত;
এখানে মেঘগুলো; ধূসর; সাদাটে।
আমি পরম মমতায় আঁকড়ে ধরি বিষাক্ততা।
আমার আকাশটা বড্ড বেশি বিষাক্ত!
এখানে কাশফুলগুলো কালো!
বিষাদ তাদের আচ্ছন্ন করে রাখে।
আমি কাশফুলগুলো আঁকড়ে ধরতে গিয়ে ছিটকে পড়ি।
যন্ত্রণারা হেসে ওঠে;
যন্ত্রণারা উপহাস করে;
যন্ত্রণারা খেলা করে।
তারপর!
সূচের মত বিদ্ধ করে আমায়।

আমার হৃদয় বিষাক্ত!
যন্ত্রণারা থরে থরে সাজানো সেথায়।
নিকোটিনের অণুগুলো যন্ত্রণাদের উপড়ে তুলে আনে।
ধোয়ায় ভেসে তারা ভেসে বেড়ায় আকাশ জুড়ে; যন্ত্রণারা।

এখানে আকাশ কৃষ্ণতর!
যন্ত্রণা-মাখা ধোয়া তাকে আচ্ছন্ন করে রাখে; ধূসর; সাদাটে।
মেঘগুলো জমাট বাধা বিষাদ।
আকাশটা কৃষ্ণতম!
যন্ত্রণারা সেখানে ঘুরে ফিরে।
আমার প্রশান্তি...

আমি নিকোটিনের ধোয়ায় হৃদয়কে পরিশুদ্ধ করি;
যন্ত্রণাদের উপড়ে ফেলি শেকড়সমেত।
নিকোটিনের ধোয়া;
আমার হৃদয়কে ধুয়ে দেয়।
এখানে ধোয়ারা বিষাক্ত!
উড়ে চলে শরতের আকাশ জুড়ে।
আমি ফিরে পাই ক্ষণিকের প্রশান্তি।

এখানে বিষাক্ত আকাশ!
এখানে কালো কাশফুল!
এখানে বিষাক্ত ধোয়া!
এখানে পরিশুদ্ধ, যন্ত্রণাহীন হৃদয়।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক