আর আমি কোন কবিতা লিখিনি
অতঃপর আমি আর কোনদিন কবিতা লিখিনি।
অতঃপর মোড়ে চায়ের সঙ্গে তামাক উড়িয়ে আর কোনদিন শব্দ গাঁথিনি।
যেই কুকুরটা পোড়া সিগারেট বা শুকনো রুটি শুঁকে চলে যেত,
তার দিকে আর তাকাই নি আমি।
আমার হয়নি পড়া কুকুরের শীর্ণ চোখের অব্যক্ত ভাষা।
অতঃপর আমি আর কোনদিন শুনি নি ট্রেনের আচমকা বেজে ওঠা শীৎকার।
কবিতা লিখিনি, তাই আমি আর রেললাইনের পাথরে খুঁজি নি স্মৃতির আঁচড়।
অতঃপর আমি আর কোনদিন পৃথিবি দেখিনি।
অতঃপর আমি নিজেকে পুড়িয়ে আর কোনদিন শব্দ আঁকিনি।
তামাকের সাথে আর কোনদিন পুড়ে পুড়ে পুড়ে শুদ্ধ হয়নি অনুভূতিগুলো।
কখনো দেখিনি আর রাস্তার ওপারে দাঁড়িয়ে লাজুক শব্দে রিকশার খোঁজ।
কোনদিন আর তীর্যক চোখে পথের ওপারে হেঁটে হেঁটে চলা অহংবোধকে হত্যা করিনি।
কোনদিন আর ধোঁয়াতে ওড়েনি শত আক্ষেপ।
কোনদিন আর ধোঁয়া বেয়ে বেয়ে উগড়ে দিইনি শব্দ-বাষ্প।
কখনও আমার শব্দেরা আর হয়নি কবিতা।
কখনো আর আকাশ দেখিনি।
আর কোনদিন অনুভূতিদের গেলাসে মিশিয়ে শিরায় শিরায় পৌঁছানো হয়নি।
কোনদিন আর সেই অনুভূতি নিকোটিনে পুড়ে শুদ্ধ হয়নি।
কখনো আকাশে সাতরং পুড়ে কৃষ্ণ হয়নি।
সেহেতু আকাশে কবিতা ভাসেনি।
কোনদিন আর জীবন দেখিনি।
অলসতা নেই; ব্যস্ততা নেই; বেঁচে থাকা নেই; না মরে যাওয়া। স্রেফ বয়ে চলা।
তবু বহমান কোন কবিতা না; না স্তব্ধ কিছু। কিছুই লিখিনি।
অতঃপর আমি জীবিত থাকিনি।
অতঃপর আমি আর কোনদিন কবিতা লিখিনি।
অতঃপর মোড়ে চায়ের সঙ্গে তামাক উড়িয়ে আর কোনদিন শব্দ গাঁথিনি।
যেই কুকুরটা পোড়া সিগারেট বা শুকনো রুটি শুঁকে চলে যেত,
তার দিকে আর তাকাই নি আমি।
আমার হয়নি পড়া কুকুরের শীর্ণ চোখের অব্যক্ত ভাষা।
অতঃপর আমি আর কোনদিন শুনি নি ট্রেনের আচমকা বেজে ওঠা শীৎকার।
কবিতা লিখিনি, তাই আমি আর রেললাইনের পাথরে খুঁজি নি স্মৃতির আঁচড়।
অতঃপর আমি আর কোনদিন পৃথিবি দেখিনি।
অতঃপর আমি নিজেকে পুড়িয়ে আর কোনদিন শব্দ আঁকিনি।
তামাকের সাথে আর কোনদিন পুড়ে পুড়ে পুড়ে শুদ্ধ হয়নি অনুভূতিগুলো।
কখনো দেখিনি আর রাস্তার ওপারে দাঁড়িয়ে লাজুক শব্দে রিকশার খোঁজ।
কোনদিন আর তীর্যক চোখে পথের ওপারে হেঁটে হেঁটে চলা অহংবোধকে হত্যা করিনি।
কোনদিন আর ধোঁয়াতে ওড়েনি শত আক্ষেপ।
কোনদিন আর ধোঁয়া বেয়ে বেয়ে উগড়ে দিইনি শব্দ-বাষ্প।
কখনও আমার শব্দেরা আর হয়নি কবিতা।
কখনো আর আকাশ দেখিনি।
আর কোনদিন অনুভূতিদের গেলাসে মিশিয়ে শিরায় শিরায় পৌঁছানো হয়নি।
কোনদিন আর সেই অনুভূতি নিকোটিনে পুড়ে শুদ্ধ হয়নি।
কখনো আকাশে সাতরং পুড়ে কৃষ্ণ হয়নি।
সেহেতু আকাশে কবিতা ভাসেনি।
কোনদিন আর জীবন দেখিনি।
অলসতা নেই; ব্যস্ততা নেই; বেঁচে থাকা নেই; না মরে যাওয়া। স্রেফ বয়ে চলা।
তবু বহমান কোন কবিতা না; না স্তব্ধ কিছু। কিছুই লিখিনি।
অতঃপর আমি জীবিত থাকিনি।
অতঃপর আমি আর কোনদিন কবিতা লিখিনি।
Comments
Post a Comment