এ কোন স্বাধীনতা?
বাংলা মায়ের দামাল ছেলেরা গিয়ে সে মুক্তিরণে,
দিয়েছে জীবন লড়েছে আপন মাতৃভূমির পণে,
আজ সেই হৃদে গহিন কোটরে কষ্ট এবং ব্যাথা,
এ কোন স্বাধীনতা?
আজকে সেসব হায়েনার দল আকাশছোঁয়া প্রাসাদে,
যাদের জন্ম হয়েছিল শুধু বাঙালিদের কাঁদাতে,
তারাই আজকে সমাজের শির সমাজেরই দেবতা,
এ কোন স্বাধীনতা?
বাংলা যাদের মরন খেলার প্রজ্বলিত সাক্ষি,
যাদের শোষণ ও ত্রাস দেখেছে লক্ষ কোটি অক্ষি,
তারাই আজকে জাতির নায়ক গড়ে গেছে সভ্যতা,
এ কোন স্বাধীনতা?
বাংলার মাঠ-নদী-ফুল-জলে কাঁদে ত্রিশ লাখ প্রাণ,
বাংলার এই মুক্ত জীবন যারা করে গেছে দান,
আমরা আজকে ভুলে গেছি সেই বীরসেনাদের কথা,
এ কোন স্বাধীনতা?
আপন রুধিরে দিয়েছিল যারা দেশপ্রেমের প্রমান,
মৃত্যুপুরীতে ফেলে দিয়ে আজ দিয়ে গেছি প্রতিদান,
তাদের হৃদয়ে আজকে শুধুই ব্যাথা আর নীরবতা,
এ কোন স্বাধীনতা?
কোলাহলে আজ স্বরূপ নিয়েছে হৃদয়ের গুঞ্জন,
মোদের মুক্তিত্রাতাদের ছুড়ে দিয়েছি মোরা মরন,
আমরা আজকে ভুলে গেছি সেই খুনে পিশাচের গাথা,
এ কোন স্বাধীনতা?
হৃদয়ের মাঝে প্রেম হারিয়েছে প্রবল নীরবতায়,
যেই প্রেম হেথা কুড়িয়েছিলাম লক্ষ শব-চিতায়,
সেই প্রেম আজ কেড়ে নিয়ে গেছে লক্ষ অপদেবতা,
এ কোন স্বাধীনতা?
হৃদয়ের মাঝে সূর্য-প্রতাপ কোথায় হারাল আজ?
যাদের ঘৃণায় থু-থু ছিটালাম তারাই আবার রাজ,
সাড়ে সাত কোটি বীরবাঙালিরা হল ষোল কোটি তোতা,
এ কোন স্বাধীনতা?
আলো দিয়ে ভরা কোটি হৃদয়েতে ছেয়েছে আজ তিমির,
ভুলেছে বাঙালি রক্তঝরা ইতিহাস সব বাঙালির,
সে স্বাধীনচেতা হৃদয়ের মাঝে শুধুই পরাধীনতা,
এ কোন স্বাধীনতা?
মুক্তিপ্রেমিরা মুছে গেছে আজ মরনের প্রান্তরে,
হায়েনা দলকে শিরে বসিয়েছি অচেনা ঘুমের ঘোরে,
এ ঘুম ভাঙ্গতে প্রয়োজন আজ আবার পরাধীনতা,
এ কোন স্বাধীনতা?
দিয়েছে জীবন লড়েছে আপন মাতৃভূমির পণে,
আজ সেই হৃদে গহিন কোটরে কষ্ট এবং ব্যাথা,
এ কোন স্বাধীনতা?
আজকে সেসব হায়েনার দল আকাশছোঁয়া প্রাসাদে,
যাদের জন্ম হয়েছিল শুধু বাঙালিদের কাঁদাতে,
তারাই আজকে সমাজের শির সমাজেরই দেবতা,
এ কোন স্বাধীনতা?
বাংলা যাদের মরন খেলার প্রজ্বলিত সাক্ষি,
যাদের শোষণ ও ত্রাস দেখেছে লক্ষ কোটি অক্ষি,
তারাই আজকে জাতির নায়ক গড়ে গেছে সভ্যতা,
এ কোন স্বাধীনতা?
বাংলার মাঠ-নদী-ফুল-জলে কাঁদে ত্রিশ লাখ প্রাণ,
বাংলার এই মুক্ত জীবন যারা করে গেছে দান,
আমরা আজকে ভুলে গেছি সেই বীরসেনাদের কথা,
এ কোন স্বাধীনতা?
আপন রুধিরে দিয়েছিল যারা দেশপ্রেমের প্রমান,
মৃত্যুপুরীতে ফেলে দিয়ে আজ দিয়ে গেছি প্রতিদান,
তাদের হৃদয়ে আজকে শুধুই ব্যাথা আর নীরবতা,
এ কোন স্বাধীনতা?
কোলাহলে আজ স্বরূপ নিয়েছে হৃদয়ের গুঞ্জন,
মোদের মুক্তিত্রাতাদের ছুড়ে দিয়েছি মোরা মরন,
আমরা আজকে ভুলে গেছি সেই খুনে পিশাচের গাথা,
এ কোন স্বাধীনতা?
হৃদয়ের মাঝে প্রেম হারিয়েছে প্রবল নীরবতায়,
যেই প্রেম হেথা কুড়িয়েছিলাম লক্ষ শব-চিতায়,
সেই প্রেম আজ কেড়ে নিয়ে গেছে লক্ষ অপদেবতা,
এ কোন স্বাধীনতা?
হৃদয়ের মাঝে সূর্য-প্রতাপ কোথায় হারাল আজ?
যাদের ঘৃণায় থু-থু ছিটালাম তারাই আবার রাজ,
সাড়ে সাত কোটি বীরবাঙালিরা হল ষোল কোটি তোতা,
এ কোন স্বাধীনতা?
আলো দিয়ে ভরা কোটি হৃদয়েতে ছেয়েছে আজ তিমির,
ভুলেছে বাঙালি রক্তঝরা ইতিহাস সব বাঙালির,
সে স্বাধীনচেতা হৃদয়ের মাঝে শুধুই পরাধীনতা,
এ কোন স্বাধীনতা?
মুক্তিপ্রেমিরা মুছে গেছে আজ মরনের প্রান্তরে,
হায়েনা দলকে শিরে বসিয়েছি অচেনা ঘুমের ঘোরে,
এ ঘুম ভাঙ্গতে প্রয়োজন আজ আবার পরাধীনতা,
এ কোন স্বাধীনতা?
Comments
Post a Comment