এবারের মত বিশ্বাস করে নাও #১
এবারের মত না হয় বিশ্বাস করে নাও,
তোমার জন্য, প্রবল বর্ষার মাঝেও
আকাশ চিরে এনে দেব এক হাজার লাল গোলাপ।
তোমার জন্য, প্রবল বর্ষার মাঝেও
আকাশ চিরে এনে দেব এক হাজার লাল গোলাপ।
এবারের মত না হয় বিশ্বাস করে নাও,
মৌচাক থেকে মালিবাগ রেলগেট অবধি ব্যস্ত সড়ক
নিমেষেই ফাঁকা হবে। তোমার জন্য লাল গালিচা বিছিয়ে
নীলাকাশ এক্সপ্রেস মাঝ রাস্তায় থেমে থাকবে।
মৌচাক থেকে মালিবাগ রেলগেট অবধি ব্যস্ত সড়ক
নিমেষেই ফাঁকা হবে। তোমার জন্য লাল গালিচা বিছিয়ে
নীলাকাশ এক্সপ্রেস মাঝ রাস্তায় থেমে থাকবে।
এবারের মত না হয় বিশ্বাস করে নাও,
এখন থেকে বছরের একটি দিনও থাকবে না বৃষ্টিহীন।
আশ্বিন থেকে ভাদ্র প্রতিদিন হবে ইলশেগুঁড়ি।
আশ্বিন থেকে ভাদ্র প্রতিদিন হবে ইলশেগুঁড়ি।
এবারের মত না হয় বিশ্বাস করে নাও,
প্রতিবার মান ভাঙ্গানোর দায়িত্ব এবার থেকে আমিই নেব।
অহর্নিশ জেগে থাকব তোমার অশ্রু ঝরা রোধে।
তোমায় কষ্ট দেয়ার কথা ভুলেও ভাবব না।
প্রতিবার মান ভাঙ্গানোর দায়িত্ব এবার থেকে আমিই নেব।
অহর্নিশ জেগে থাকব তোমার অশ্রু ঝরা রোধে।
তোমায় কষ্ট দেয়ার কথা ভুলেও ভাবব না।
এবারের মত না হয় সবকিছু বিশ্বাস করে,
শূন্য হতে নেমে এসো। সিলিং এ ঝোলা রূপবতী লাশ ;
না হয় আবার ভালবাসায় পূর্ণ হোক। বিশ্বাস কর, যদি
মৌচাক থেকে মালিবাগে গোলাপ ছড়ানো লাল গালিচায় হেঁটে এসে
নীলাকাশ এক্সপ্রেসে ওঠো,
মৃত্যুকে ভুলে নীলাকাশের মতই ভালবাসব।
শূন্য হতে নেমে এসো। সিলিং এ ঝোলা রূপবতী লাশ ;
না হয় আবার ভালবাসায় পূর্ণ হোক। বিশ্বাস কর, যদি
মৌচাক থেকে মালিবাগে গোলাপ ছড়ানো লাল গালিচায় হেঁটে এসে
নীলাকাশ এক্সপ্রেসে ওঠো,
মৃত্যুকে ভুলে নীলাকাশের মতই ভালবাসব।
Comments
Post a Comment