পাখি, আমার শব্দ নিয়ে যাও!

পাখি;
তোমার ডানার মুক্ত পালকে কিংবা তোমার ঠোটে খামচে ধরে
একটি বারের জন্য চিরতরে, আমার ঠোট দু’টো নিয়ে যেও।
আমার ঠোঁট দু’টো আমার অভিশাপ।
আমার এ রাজ্যে শব্দ নিষিদ্ধ। আমারা এ রাজ্যে অনুভূতি নিষিদ্ধ।
নিষিদ্ধ যত অনুভূতি, আবেগ আর চেতনা।
আমি আর কিছু বলব না। আমার ঠোঁট দু’টো তুমি নিয়ে যেও।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক