অসমাপ্ত...
আকাশটা বড্ড গুমোট
যেন আমার ওপর রাগ করে আছে
তুমি নিভৃতে তার পানে চেয়ে আছ
তুমি বললে,
‘এত গাম্ভীর্য আমার ভাল লাগে না
আমি ওর মাঝের সরলতাটুকু চাই।
কালো মেঘগুলোকে তুমি সরিয়ে দাও’
আমি তার মাঝে এনে দিলাম শ্রাবণ
এক ঝাঁক অঝোর শীতল, স্নিগ্ধ জলকণা
যাদের দ্বারা তোমার হৃদয় সিক্ত হবে
আমি তবুও বলব আমার ভালবাসা
অসমাপ্ত…
তুমি আবার বললে,
‘আকাশটা কাঁদছে কেন? ওর চোখ ভেজা
আমার উষ্ণ হৃদয় তা নীলাভ করে তোলে
আমি আমার আকাশটাকে দেখতে চাই প্রখর
সূর্যের এক স্নিগ্ধ, মায়াবী রাজ্য হিসেবে।
তার মাঝে থাকা দুঃখ তুমি সরিয়ে দাও’।
আমি তার মাঝে এনে দিলাম গ্রীষ্মের
তীব্র দাবদাহ ভরা এক রুক্ষ আকাশ
যেখানে একফোঁটা জলের চিহ্নমাত্র নেই
কেবলই তোমার জন্যে।
আমি সবটুকু স্নিগ্ধতা ধ্বংস করলাম
আমি তবুও বলব আমার ভালবাসা
অসমাপ্ত…
আমি আবার শুনলাম, তুমি বলছ,
‘এ কি করলে তুমি! এ আমি চাইনি।
আমি কেবল চেয়েছি নির্মল আকাশ
যার সৌন্দর্যের কাছে
নতশির হয় ধরার সবুজ প্রকৃতিও
তুমি কি পার না তা আমায় দিতে?’
আমি এনে দিলাম শীতের রুক্ষতা
তার প্রাণহীন প্রকৃতি।
আকাশটা হয়ত সেখানে সুন্দরতম
রুক্ষ প্রকৃতির চেয়ে আকাশটাকেই
বারবার শুধু দেখে যেতে ইচ্ছে হয়
কিন্তু, ঘন কুয়াশা তাকে ঢেকে রাখে।
সেই আকাশ তোমার হৃদয়ে পৌছায় না।
এই রুক্ষতাও শুধু তোমারই জন্যে।
আমি তবুও বলব, আমার ভালবাসা
অসমাপ্ত…
তুমি বললে,
‘তুমি যে সৌন্দর্যকে হত্যা করলে,
এই রুক্ষতাকে যে আমি ভালবাসি না
আমি কেবল ভালবাসি স্নিগ্ধতাকে
সূর্য সেখানে উজ্জ্বল হতে পারে
তার কাছে প্রকৃতিকে ম্লান করোনা
রংধনুটাকে ছড়িয়ে দাও আমাতে’।
আমি এনে দিলাম ঋতুরাজ বসন্তকে
প্রকৃতির মাঝে সে শ্রেষ্ঠ রূপ-রস-গন্ধে
সে আজ অতুলনীয়।
সৌন্দর্যের তীব্র দাবদাহের মাঝে থেকে
সে থাকে হৃদয় থেকে অনেক সুউচ্চে
রংধনুর প্রতিটি বর্ণচ্ছটা তাকে ঘিরে রাখে
তোমার চারপাশে যেন সৌন্দর্যের জয়োল্লাস
আমি তবুও বলব, আমার ভালবাসা
অসমাপ্ত…
তুমি আবার বললে,
এত সৌন্দর্য কি আমি সইতে পারব?
আমার দু’চোখ ঝলসে যাচ্ছে
এক তুমি সরিয়ে নাও।
তুমি আমায় দাও এক সাধারণ সরলতা
আমি অসাধারণ কিছু চাই না।
আমি চাই তোমার পাশে বসে
এক ঝাঁক তুলোর মত মেঘ দেখতে দেখতে
কাশের সমুদ্র হারিয়ে যেতে।
তুমি কি তা আমায় দিতে পার না।
তুমি কি পার না আমায় ভরিয়ে দিতে শুভ্রতায়?
আমি এনে দিলাম শরতকে।
আমি তার মাঝে তোমায় দেখলাম।
আমি জানি না তার মাঝে কে শ্রেষ্ঠ?
আমি সেই সরলতার মাঝেই তোমায় দেখেছি।
সেই মহনীয় সাধারণত্বের মাঝে
আমার ভালবাসা
অসমাপ্ত...
Comments
Post a Comment