ভালবাসি তাই

ভালবাসি তাই,
তোমার ঠোঁট দু’টো দেখলে আমার ইচ্ছে করে,
ছিঁড়ে খুবলে ওই লালচে অধর দু’টো চিবিয়ে খেয়ে ফেলি।
তোমার সবচেয়ে পবিত্র অঙ্গ থাকুক আমার পাকস্থলীতে।
তার কোষগুলো লেপটে থাকুক; আমার জিহ্বায়, দাঁতে আর ঠোঁটে।

ভালবাসি তাই,
তোমার বুকের দিকে তাকালে আমার ইচ্ছে করে,
সেটা এফোঁড় ওফোঁড় করে হৃদপিণ্ডটা টেনে বের করে আনতে।
কীভাবে আমার ভালবাসা প্রবাহিত হয় তোমার রক্তে_
তোমার অলিন্দ আর নিলয় ছিঁড়ে আমি তা বের করি।

ভালবাসি তাই,
তোমার মেঘ-সদৃশ চুলগুলো দেখলে আমার ইচ্ছে করে,
করোটিকা বিচূর্ণ করে তোমার মস্তিষ্ক টেনে বের করে আনি।
প্রতিটি নিউরন আলাদা করে, আমি খুঁজে বের করব;
কীভাবে তোমার চিন্তায়, ভালবাসায়, সত্ত্বায় স্রেফ আমিই বিরাজমান।

ভালবাসি তাই,
তোমার আঙ্গুল আমার গাল ছুঁয়ে গেলে ইচ্ছে করে,
তাতে চুমু খাবার ভঙ্গিতে সেটা কামড়ে ছিঁড়ে ফেলি।
নিরপেক্ষ আঙ্গুলের ছোঁয়ায় কীভাবে আমাতে ঋণাত্মক বিদ্যুৎ খেলে যায়_
তোমার আঙ্গুলে প্রতিটি পরমাণুকে আমি তার রহস্য খুঁজে ফিরি।

ভালবাসি তাই,
তোমায়, তোমার ভালবাসাকে দেখলেই আমার ইচ্ছে করে,
রক্তচোষার মত তোমার গলায় সুতীক্ষ্ণ চুমু খেয়ে আত্মাটা শুষে নিই।
তোমার নিথর দেহ পড়ে থাকুক যেখানে খুশি তেপান্তরের প্রান্তরে।
পৃথিবীর পবিত্রতম আত্মা বাস করুক আমার মাঝে।

অনন্তকাল আমি আমার মাঝে তোমার ভালবাসা ছিঁড়ে খুবলে খাব।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক