শহীদ মিনার

কিছু কথা-
যা চিরকাল ধরে অমর-অবিনশ্বর,
যা চির-অক্ষয় হয়ে থাকে যুগ-যুগান্তর ধরে।

কিছু শব্দ-
যা হৃদয়ে জ্বালিয়ে দেয় অধিকারের নেশা,
হৃদয়ের গুপ্ত গুহায় জ্বলে অগ্নি-শিখার ন্যায়।

কিছু মুখ-
চিরদিনই আলো ছড়িয়ে যায় সবার অন্তরে,
ছড়িয়ে দেয় প্রেরণার এক দীপ্ত অগ্নী-মন্ত্র।

কিছু সত্য-
যা কোনদিনই চিরতরে হারিয়ে যায় না,
যা বেঁচে থাকে সবার হৃদয়ের অন্তস্থলে।

কিছু ঘটনা-
যা ভুলতে চাইলেও কখনও ভোলা যায় না,
তার শেকড় থাকে হৃদয়ের গভিরে প্রোথিত।

কিছু মৃত্যু-
মৃত্যু নয় যেন তা স্বর্গ হতে আশা অমৃত-সুধা,
যা মানুষকে দেয় জীবন থেকেও বড় কিছু।

কিছু অহংকার-
যা কখনও মাথা নোয়ানোর জন্য জন্ম নেয় না,
যার দৃষ্টি থাকে অগ্নি-শিখার ন্যায় সু-উচ্চে।

কিছু বেদনা-
যা হৃদয়ের মাঝে চিরদিন আলো ছড়িয়ে যায় তারার মত,
তা হৃদয়কে জ্বালিয়ে-পুড়িয়ে দেয় পরম প্রশান্তি।

কিছু অস্ত-
যা আভাস দেয় আগামীদিনের সূর্যদয়ের,
ভাষার জন্য নিজেকে শোণিতবেশে সাজানোর।

কিছু দিন-
যা থাকে কেবলই তার মায়ের জন্য,
তার মাতৃভাষার জন্য উৎসর্গিত।

কিছু সময়-
যা মনে করিয়ে দেয় তোমাদের কথা,
সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর-
তোমাদের জন্য হৃদয় গড়ে তোলে এক শহীদ-মিনার।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক