শ্রুত

#১

শোনা যায়,
ভিজেছিল সে ধূসর কোন এক বরষায়।
কালিমার দাগ মুছে গিয়েছিল সবুজাভ নীলিমায়।
তিনতলা বাড়িটার ছাদটার কিনারায়_
ছপছপ আওয়াজে নেচেছিল জল এক মেঘবালিকার গায়।
দূর থেকে অতিদূরে সে খবর শোনা যায়।

#২

শুনেছি,
আমি নাকি সেদিন মরে গেছি।
যখন মেহেগনি গাছের কচি সবুজের মাঝে দিয়ে,
আমায় ভিজিয়ে _
এসেছিলো চন্দ্রালোক।
সেদিনই লেখা হয়েছিল, আমার মৃত্যু-শ্লোক।


Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক