নির্ঘুম অণুকাব্য! #১ #২ #৩ #৪ #৫
#১
একঘেয়ে সব আজকে রাত্রিভর।ঘুম নেই চোখে, ঘুমও স্বার্থপর।
#২
আমি হব মধ্য রাতের পেঁচা,
আজ মন খারাপের রাতেইচ্ছেগুলোর সাথে
একটুকু পথ হেঁটে
দেবে কি চাঁদ অবধি যেতে?
#৪
না হয় একবার মরে গেলাম। ক্ষতি কতখানি?অথবা সহস্রবার না হয় মরে যাই আমি। মরে যাক ভুল যত আছে জানি।
অতপর রাত্রির পেঁচা হয়ে জন্ম আবার।
তবুও ঠোঁটে লেগে থাক আমার আমৃত্যু ক্ষত। থাকুক যে ক্ষত নয় শুকোবার।
না হয় থাকি আমৃত্যু অন্ধ যেথা তুমি নাই।
দগ্ধ যন্ত্রণা থাকুক চোখে। লক্ষ্মীপেঁচার প্রেতাত্মা হয়ে অন্য ধরায় খুঁজিয়া বেড়াই।
#৫
রাত কাটে নির্ঘুম,একা একা একা স্বপ্ন সকল হয় লাজে ভরা চুম।
#৬
চোখ ভেঙ্গে আসে ঘুমচোখকে কী করে বোঝাই এখনো রাত হয়নি নিঝুম
Comments
Post a Comment