প্রতিদান
বিধাতা তোমার করুণা অসীম।
দিতে পারব না প্রতিদান।
ধরণীশ্রেষ্ঠ জন্মভূমিতে,
তুমি শুনিয়েছ জীবনের গান।
ফসলের পানে, পাখির কূজনে;
নব জীবনের ছবি এঁকে আনে।
মহা-শিল্পির তুলি দিয়ে আঁকা সে কানন,
আমি দেখে যাই সারাক্ষন।
আমার অজানা কোন
পূণ্য করেছি পূর্বজন্মে আমি;
তাই উজাড়িত প্রকৃতির রূপ দেখিয়েছ তুমি।
যার শোভা পরে স্বর্গের রূপ,
হয়ে যায় বড় ম্লান।
বিধাতা তোমায় দিতে পারব না প্রতিদান।
Comments
Post a Comment