আমায় শাস্তি দাও

আমায় শাস্তি দাও
আমি আজ তোমার কাছে শাস্তি প্রার্থনা করছি
আমায় তুমি ক্ষমা করোনা
যদি আমার অপরাধ তোমার কাছে ক্ষমা যোগ্য হয় তবুও
আমিই যে তোমার হৃদয় হতে আসা সাড়ে সাত কোটি স্পন্দনকে
স্তব্ধ করে দিতে উদ্যত হয়েছিলাম নিজের জ্ঞাতসারে
আমার হৃদয়ে বারবার শেল-সম এসে বিঁধেছে
আমারই ছুড়ে দেয়া ছোট্ট বালুকা
উদ্ভ্রান্তের মত ধ্বংস করে দিতে উদ্যত হয়েছিলাম
আমার মুক্তিদাতার নশ্বর দেহের প্রতিটি অংশকে
আমি বুঝতে অক্ষম ছিলাম তোমার হৃদয়ের অবিনশ্বরতা
ক্ষুদ্র সময়ের মোহে উদ্ভ্রান্তের মত
আমাকেই ধ্বংস করে দিতে উদ্যত হয়েছিলাম
আমার কাছে আমার অপরাধ ক্ষমার অযোগ্য
আমি আজ তোমার কাছে শাস্তি প্রার্থনা করছি

শেষ শ্রাবণের নীলাঙ্কিত আকাশ যখন
বিচূর্ণ হয় ক্রমাগত ধূসর মেঘের অশ্রাব্য আঘাতে
তার মাঝ থেকে বেরিয়ে আসা
অনাকাঙ্ক্ষিত বজ্রপাতের মতই ছিলাম আমি
শূন্য থেকে এসে সবকিছু ধ্বংস করে দিয়েছিলাম
আমার বাংলাকে রক্ষার নামে আমি তাকে
ধ্বংসের শেষ সীমায় নিয়ে এসেছিলাম
নিজের জ্ঞাতসারে আমি বিস্মৃত হয়েছিলাম
আজ থেকে সহস্র বছর পরেও যদি কেউ
ক্ষণিকের জন্য চোখ মেলে তাকায় বাংলার দিকে
যদি পৃথ্বীর অনন্ত মহাসমুদ্র আর জাতিসত্তা ভেদ করে
খুঁজে পায় এক সবুজ বিন্দু
তারই মাঝ থেকে প্রোজ্জ্বল হয়ে উঠবে একটি নাম
বঙ্গবন্ধু
আমায় আজ তুমি শাস্তি দাও
আমায় তুমি নির্বাসন দাও এই বাংলা থেকে
বাংলার প্রাণময়তা থেকে বঞ্চিত হয়ে
তিলে তিলে দগ্ধ হয়ে পবিত্র হতে চেষ্টা করব
আমার অপরাধ আমার কাছে ক্ষমার অযোগ্য
রাসেলের করুণ আর্তনাদ সেদিন আমার বিবেকে পৌঁছায়নি
আমি জানিনা কোন সন্তান কিকরে এতটা অকৃতজ্ঞ হয়
কিভাবে কৃতঘ্নতা তাকে এভাবে গ্রাস করে
যার মাঝে আমি হারিয়েছিলাম একাত্তরের সব স্মৃতি
আমি যদি জানতাম আমার এই পাপের ভারে
কলঙ্ক তিলক এভাবে গ্রাস করবে আমার জন্মভূমিকে
আমি নিজে বেয়নেটের আঘাতে নিঃশেষ করতাম
আমার এই পাপিষ্ঠ হাত দু’টোকে
হয়ত তুমি কল্পনাও করতে অক্ষম ছিলে
তোমা কর্তৃক মুক্তিপ্রাপ্ত সন্তানেরাই হয়ে উঠবে
একাত্তরের জানোয়ারদের থেকেও হিংস্রতর
যেই ক্ষুধার্ত শৃগালের দল দু’যুগ ধরেও
ব্যর্থ হয়েছে তোমাকে ব্যর্থ করে দিতে
তোমাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে তোমার হৃদয়ের পবিত্র মাটি
মাত্র তিন বছরের ব্যবধানে
তাদের থেকেও ভয়ঙ্করতম হয়ে উঠবে
কেন এত ভালবেসেছিলে আমায়
কেন আমায় এতটা বিশ্বাস করেছিলে
আমায় তুমি ক্ষমা করোনা
যদি আমায় নির্বাসন দাও পৃথিবী হতে
যদি মৃত্যুর হিংস্র পরশে অসাড় হয়ে পড়ি
আমি মেনে নেব
এ আমার আত্মঘাতী প্রলয়ের উপযুক্ত শাস্তি
আমি দ্বিধাহীন চিত্তে মৃত্যুকে আলিঙ্গন করব
আমি আজ তোমার কাছে শাস্তি প্রার্থনা করছি
আমারই অস্তিত্বের মাঝে আঘাতের প্রতিদানে
আমি সবকিছু মেনে নেব
শুধু আমায় মেনে নিতে বোলো না
আমার জন্মভূমিতে তোমার ঘাতক আমার আত্মাগুলোর সদর্প অবস্থান

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক