আমি সম্রাট নই

আমি কোন সম্রাট নই,
আমি কখনই বলব না,
আমি তোমার জন্য গড়ে দেব নতুন এক তাজমহল।
আমি তোমায় স্বরণীয় করে রাখব, শাজাহানের মত করে।
আমি বলেছি আমি হুমায়ুন!
সম্রাট নয়!
আমি সেই হুমায়ুন যে হামিদা বানুর হাত ধরে,
নিরবে নিভৃতে কল্পনা করত রাজ্য পুনরুদ্ধারের
তার মাঝে কোন সম্রাট নেই।
তার মাঝে আছে এক ভালবাসার পুরুষ।



আমি সেই অশোক নই,
যে রাজ্য জয়ের তীব্র স্পৃহায়
কলিঙ্গকে ধূলিস্যাৎ করে দেয়।
রাজপুরুষের মতই যার রক্তে বইছে রক্তের নেশা।
আমি বলেছি আমি সেই অশোক,
যার মাঝে বাস করে অহিংসা।
যে শান্তি, প্রেম আর ভালবাসার বানী ছড়িয়ে দেয়
জন হতে জনান্তরে।
যার পদস্পর্শে মর্ত্য হয়ে ওঠে স্বর্গভূমি।

আমি তোমাকে বলিনি আমি অর্জুন সারথী কৃষ্ণ।
কুরুক্ষেত্রে যে বলেছিল নিজ রক্তের বিরুদ্ধে অস্ত্র ধরতে।
যার কাছে প্রয়োজনের মুহুর্তে আবেগ মূল্যহীন!
আমি বলেছি আমি রাধার কৃষ্ণ।
যে ভালবাসার জন্য সমাজের বিধিকে অগ্রাহ্য করে।
যার কাছে একমাত্র শব্দ, ‘প্রেম’।
আমি তোমাকে বলছি, ‘আমিই কৃষ্ণ’।
আমি সোলায়মান নই,
আমি কখনই বলব না,
পৃথিবীর সমস্ত সম্পদ জড় করে দেব তোমার পায়ে।
বলিনি, বিলকিসের সেবায় নিয়োজিত করব সমগ্র জ্বীনজাতিকে
আমি বুঝব পৃথিবীর প্রতিটি প্রাণীর ভাষা।
আমি শুধু বলেছি,
ইউসুফ হয়ে আমি তোমায় বুঝব।
যখন আমি কাঙাল, তখন তোমায় ফিরিয়ে দেব।
আবার রাজপ্রাসাদের ঐশ্বর্য্যের মাঝে তোমায় ফিরিয়ে আনব।
আমি শুধু বলেছি,
আমার হৃদয়ের ঐশ্বর্য্যে পরিপূর্ণ করব তোমায়।
এর চেয়ে বেশি কিছু আমি দিতে পারব না।
আমি জিউস নই,
আমি কখনই বলব না,
আমি কোন কুক্ষনে তোমার সামনে আবির্ভূত হয়ে
তোমার জগতকে ওলট পালট করে দেব।
তারপর নির্লজ্জের মত বিদায় নেব তোমার কাছ থেকে।
মর্ত্য যার কাছে শুধু ভোগের বস্তু।
আমি বলেছি আমি অর্ফিয়াস।
যে বাঁশির সুরে তোমায় মোহিত করবে।
সমগ্র জীবনভর শুধু তোমাকেই ভালবাসবে।
তোমায় ফিরিয়ে আনতে তোলপাড় করবে সমগ্র পাতাল-পুরী
জগতের সকল নিয়ম ভঙ্গুর হয়ে যাবে আমার ভালবাসার কাছে
মৃত্যুর বন্ধনকে ছিন্ন করে আমি ফিরিয়ে আনব তোমাকে।
আমি তোমার জন্য মৃত্যুকে আলিঙ্গন করব।
আমি কোন সম্রাট নই,
আমি কখনই বলব না
আমি সম্রাট।
আমি শুধু বলব,
আমি সম্রাট।
আমি তোমার হৃদয়ের সম্রাট হব।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক