আমার ছোট্ট গায়
দেখে যাও এই উদাসী বনের মাঠ-দিগন্ত ছাড়িয়ে,
এসো নিয়ে যাব সেথা, যেথা মন যায় সুদূরে হারিয়ে।
কচি কচি ঘাসে শিশির সিক্ত মিঠেল রোদের হাসি,
যাই বল ভাই সত্যি বলছি বড় বেশি ভালবাসি।
গ্রীষ্ম সেথায় দাবদাহ নয় ছড়ায় মধুর মায়া!
বৃক্ষ সেথায় ত্রাতারূপ হয়ে ছড়ায় শীতল ছায়া।
চাতকের দল সেইখানে গায়, কোকিল-মিষ্টি গান।
চৌচির মরু সেইখানে যেন পায় ফিরে তার প্রান।
বর্ষা সেথায় খেলা করে যেন কেয়া-কদমের শাখে।
মরমর নদী প্রাণ ফিরে পায় আঁকাবাকা ছবি আঁকে।
কালো আকাশের মেঘ ডেকে বলে ‘নেই ভয়, নেই ভয়’।
গগনের জলে নাহিয়া এ হৃদ সুখে মাতোয়ারা হয়
শরতের মেঘ মেঘে ডেকে যায়, নীলের ওপরে সাদা।
সাদামাটা সুখ-মন্ত্র ছড়ায় কাশবন পাড়ে কাদা।
ধুলোয় লুটিয়ে খেলে করে মেঘ কাশফুলেরই মাঝে।
পুষ্পে পুষ্পে ভরা গাছগুলো অপরূপ রূপে সাজে।
হেমন্তেরই সুমধুর ঘ্রাণে নবান্ন উৎসব,
মম হৃদয়ের সুপরিতৃপ্তি, জনমের বৈভব।
নতুন ধানের নতুন প্রাণেতে বাধা পড়ে এই মন।
অগ্রহায়নে শিশিরের ভোরে সিক্ত হয় জীবন।
পৌষের ওই মিঠেল রৌদ্রে মিষ্টি স্নিগ্ধ হাসি।
সেইখানে বুড়ো-ছেলে-মে'র দল বড় বেশি ভালোবাসি।
মাঘ মাসে ওই তীব্র কাঁপনে কুয়াশা ঢাকা সকাল।
খেজুর রসের সুমিষ্ট পিঠা বাড়ায় মায়ার জাল।
বসন্তে ওই কোকিলেরা গায় হেথায় সুখের গান।
শীতের শুষ্ক কাননেরা যেন পায় ফিরে তার প্রাণ।
পলাশের ওই রাঙা ফুলে ফুলে জীবনের ছবি আঁকা।
ওই প্রকৃতির মাঝেই আমার প্রাণটা লুকিয়ে রাখা।
এতখানি মায়া আর নেই কোথা সবখানি বসুধায়।
আমার হৃদয় লুকিয়ে রয়েছে, আমার ছোট্ট গাঁয়।
এসো নিয়ে যাব সেথা, যেথা মন যায় সুদূরে হারিয়ে।
কচি কচি ঘাসে শিশির সিক্ত মিঠেল রোদের হাসি,
যাই বল ভাই সত্যি বলছি বড় বেশি ভালবাসি।
গ্রীষ্ম সেথায় দাবদাহ নয় ছড়ায় মধুর মায়া!
বৃক্ষ সেথায় ত্রাতারূপ হয়ে ছড়ায় শীতল ছায়া।
চাতকের দল সেইখানে গায়, কোকিল-মিষ্টি গান।
চৌচির মরু সেইখানে যেন পায় ফিরে তার প্রান।
বর্ষা সেথায় খেলা করে যেন কেয়া-কদমের শাখে।
মরমর নদী প্রাণ ফিরে পায় আঁকাবাকা ছবি আঁকে।
কালো আকাশের মেঘ ডেকে বলে ‘নেই ভয়, নেই ভয়’।
গগনের জলে নাহিয়া এ হৃদ সুখে মাতোয়ারা হয়
শরতের মেঘ মেঘে ডেকে যায়, নীলের ওপরে সাদা।
সাদামাটা সুখ-মন্ত্র ছড়ায় কাশবন পাড়ে কাদা।
ধুলোয় লুটিয়ে খেলে করে মেঘ কাশফুলেরই মাঝে।
পুষ্পে পুষ্পে ভরা গাছগুলো অপরূপ রূপে সাজে।
হেমন্তেরই সুমধুর ঘ্রাণে নবান্ন উৎসব,
মম হৃদয়ের সুপরিতৃপ্তি, জনমের বৈভব।
নতুন ধানের নতুন প্রাণেতে বাধা পড়ে এই মন।
অগ্রহায়নে শিশিরের ভোরে সিক্ত হয় জীবন।
পৌষের ওই মিঠেল রৌদ্রে মিষ্টি স্নিগ্ধ হাসি।
সেইখানে বুড়ো-ছেলে-মে'র দল বড় বেশি ভালোবাসি।
মাঘ মাসে ওই তীব্র কাঁপনে কুয়াশা ঢাকা সকাল।
খেজুর রসের সুমিষ্ট পিঠা বাড়ায় মায়ার জাল।
বসন্তে ওই কোকিলেরা গায় হেথায় সুখের গান।
শীতের শুষ্ক কাননেরা যেন পায় ফিরে তার প্রাণ।
পলাশের ওই রাঙা ফুলে ফুলে জীবনের ছবি আঁকা।
ওই প্রকৃতির মাঝেই আমার প্রাণটা লুকিয়ে রাখা।
এতখানি মায়া আর নেই কোথা সবখানি বসুধায়।
আমার হৃদয় লুকিয়ে রয়েছে, আমার ছোট্ট গাঁয়।
Comments
Post a Comment