বিষাক্ত...!

তারপর!
আমি আবার তোমার কাছে ফিরে এসেছি।
সেই বালু-বেলা;
সেই ঝড়;
আর সেই উন্মত্ত সমুদ্রের দিশেহারা স্রোতের উন্মাতাল উল্লাস;
আর সেই তুমি।
সেই তোমার বিষাক্ত ঠোট।

যার বিষাক্ত আকর্ষণে আমি বারবার ছুটে আসি মৃত্যুর কাছ থেকে।
সমগ্র পাতালপুরী তোলপাড় করে_
প্লুটোর দোর্দণ্ড প্রতাপকে পরাজিত করে_
অর্ফিয়াসের মত আমি তোমার কাছে ছুটে আসি।
এই সমুদ্রের জলকে সাক্ষী রেখে আমি তোমায় জড়িয়ে ধরি।
তারপর!
আমার দু’ঠোটে,
স্পর্শ করে তোমার বিষাক্ত ঠোট দু’টোকে।
সে মুগ্ধ যন্ত্রণায়!
আমি,
মরে গেছি;
একবার নয়,
অজস্রবার!
তারপর?
আমি, আবার
তোমার কাছে;
তোমার বিষাক্ত ঠোটের কাছে ছুটে এসেছি।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক