মুক্ত কারাগার


সেই নির্জীব যান্ত্রিকতার মাঝে
সেই অধুনা নগর-সভ্যতার তীব্র গ্লানি-মাখা
এক বিবর্ণ শৃঙ্খলের মাঝে
সেই নিস্পন্দ, মৃত জীবনের মাঝে
যখন আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত
আমি যখন একটি মুহূর্ত
কেবল একটি ক্ষণ মুক্তি খুঁজি এই কারাগার হতে
আমি তোমার কাছে ছুটে আসি।


আমি তোমাকে খুঁজে পেয়েছি
সেই ভোরের শিশিরের মাঝে
খুঁজে পেয়েছি; তখন তুমি পরম মমতায় সতী-সত্যবতী হয়ে
ধুয়ে দাও আমার চরণ-যুগল
আমি তোমার ভালবাসা অনুভব করেছি
যখন তুমি কুয়াশা হয়ে
আমায় আড়াল কর আর সবকিছু হতে।
আমি শুধু তোমাকেই দেখব।
সেই তীব্র প্রশান্তি আমার হৃদয়কে পবিত্র করে।
তাতে যে মরচে আর কালিমার বিভীষিকা।

আমি তোমার কাছে জেনেছি নিকষ পবিত্রতা
শ্যামল ধানক্ষেতের মাঝে
সবুজের বুক চিরে যখন আমি
পরিস্ফুটিত হতে দেখেছি এক প্রস্থ লাল ভাস্কর
আমি সেই সৌন্দর্যকে যেন অনুভবও করতে পারিনি
স্বর্গীয় সেই রূপকে মর্ত-বাসী আমি বুঝতেও পারিনি
আমি ধরিত্রীর শ্রেষ্ঠ ঐশ্বর্য খুঁজে পেয়েছি
তোমার নিমীলিত সৌন্দর্যের মাঝে
তোমার নিরহংবোধের মাঝে।

আমি কৃতঘ্নের মত ঠাই খুঁজে ফিরেছি
নগর নামের মৃত্যুপুরীতে।
আমি উচ্ছল প্রাণময়তার বদলে
বেছে নিয়েছি শ্মশান-যাপন।
আমি স্বার্থপরের মত তোমায় দুরে ঠেলে দিয়েছি।
তবু, তুমি আমায় দাও নি।

তুমি আজও আমায় মায়ার বাধনে বেধে রেখেছ
পরম আপনজনের মত।
আমি আজ অবাক চোখে চেয়ে দেখছি
আমার অহংবোধের হীনমন্যতায় পর্যবাসন
সেই ইট-কাঠ-পাথরের কারাগার
আমায় বুঝতে শিখিয়েছে
আমার দিগন্ত-বিস্তৃত ধানক্ষেতই
আমার সেই মুক্ত-কারাগারই আমার শ্রেষ্ঠ ঐশ্বর্য
সে আমায় বেহুলার মতই
আঁকড়ে ধরে রাখবে মৃত্যুর পরেও
মৃত্যুর পরেও আমি তোমার ঊষার লালে মিশে থাকব
আমি মিশে থাকব তোমার প্রতিটি শিশিরবিন্দুতে
তোমার কুয়াশার চাদরে।
তোমার প্রতিটি ধানের ছড়ায়
আমি চিরকাল মিশে থাকব তোমার প্রতিটি অনুভবে।
আমি তোমার এই রূপময়তার চাদরে আচ্ছাদিত হয়ে
আমি তোমার এই মুক্ত কারাগারেই বাধা পড়েছি।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক