আমার তোমাকে প্রয়োজন
আমার তোমাকে প্রয়োজন!
যা কেউ কখনো কল্পনা করতে পারে না,
পুষ্পার্ঘের ব্যাপ্তি কেউ জানেনা,
তা তোমার তরে সাজিয়ে রেখেছি একক অচেনা;
তোমার তরে মা।
আমি শুধু খুঁজে ফিরেছি তোমায়,
খুঁজেই ফিরেছি আঁধার অমায়;
প্রতি কণ্টকে, হাসি কান্নার বাকে,
একটু স্নেহের মধুর ছোঁয়ায়,
তুমি আসিয়াছ ত্রাতা-রূপে আর ভরিয়েছ হৃদ সুপ্ত ভালবাসায়।
তাই তোমাকেই, শুধু তোমাকেই আমি খুঁজে ফিরি সারাক্ষণ।
আমার তোমাকে প্রয়োজন!
সাজিয়ে রেখেছি তোমার তরেতে এক প্রভালয়;
ভালবাসার নিলয়।
জীবনে জনমে যতটা মমতা দিয়ে গেছ তার প্রতিদান_
জানি পারবনা, তবুও তোমার তরে সাজিয়েছি এ বাগান।
সাজাতে তোমার সবটুকু ক্ষণ,
আমার তোমাকে প্রয়োজন!
পেয়েছি তোমাকে স্বর্গ, মর্ত, সব সৃষ্টির প্রতি কোণে।
চির-মায়াবতী, স্নেহময়ী সে বরণে।
প্রতিটি ঝঞ্ঝা আপন আঁচলে নিয়ে গেছ তুমি সয়ে,
প্রতিটি কষ্ট, বেদনা সয়েছ তুমি যে আমার হয়ে।
সুখ আর দুঃখ, হাসি-কান্নায় শুধু তোমাকেই পেয়েছি আপন।
আমার তোমাকে প্রয়োজন!
প্রতিমুহূর্ত ভয় সংকুল, সে নিঃস্ব হৃদের তুমি বুলবুল।
হৃদয় তোমার ছোঁয়ায় ছোঁয়ায় প্রীত;
আমি সেই ধ্বনি খুঁজে বেড়াই যা তোমার ছোঁয়ায় মহিমান্বিত।
আমি তব মাঝে খুঁজেছি আমায়, পেয়েছি নিজেকে মধুর ভালবাসায়।
আর অনুভব করেছি অচেনা শিহরণ।
আমার তোমাকে প্রয়োজন!
তোমার স্নেহের প্রবল পরশ ঊর্ধ্বে অনুভূতির।
তুমি যে সৃষ্টি হয়েছ কেবল মায়া, মমতা, প্রীতির।
তাই শুধু দিতে চেয়েছি তোমায় প্রতিদান স্বর্গীয়।
ব্যর্থ হয়েছি প্রতি প্রতি পদে; তুমি যে স্বর্গ হতে প্রিয়।
তুচ্ছ স্বর্গ যদি পাই আমি মায়ার সিংহাসন।
আমার তোমাকে প্রয়োজন!
যা কেউ কখনো কল্পনা করতে পারে না,
পুষ্পার্ঘের ব্যাপ্তি কেউ জানেনা,
তা তোমার তরে সাজিয়ে রেখেছি একক অচেনা;
তোমার তরে মা।
আমি শুধু খুঁজে ফিরেছি তোমায়,
খুঁজেই ফিরেছি আঁধার অমায়;
প্রতি কণ্টকে, হাসি কান্নার বাকে,
একটু স্নেহের মধুর ছোঁয়ায়,
তুমি আসিয়াছ ত্রাতা-রূপে আর ভরিয়েছ হৃদ সুপ্ত ভালবাসায়।
তাই তোমাকেই, শুধু তোমাকেই আমি খুঁজে ফিরি সারাক্ষণ।
আমার তোমাকে প্রয়োজন!
সাজিয়ে রেখেছি তোমার তরেতে এক প্রভালয়;
ভালবাসার নিলয়।
জীবনে জনমে যতটা মমতা দিয়ে গেছ তার প্রতিদান_
জানি পারবনা, তবুও তোমার তরে সাজিয়েছি এ বাগান।
সাজাতে তোমার সবটুকু ক্ষণ,
আমার তোমাকে প্রয়োজন!
পেয়েছি তোমাকে স্বর্গ, মর্ত, সব সৃষ্টির প্রতি কোণে।
চির-মায়াবতী, স্নেহময়ী সে বরণে।
প্রতিটি ঝঞ্ঝা আপন আঁচলে নিয়ে গেছ তুমি সয়ে,
প্রতিটি কষ্ট, বেদনা সয়েছ তুমি যে আমার হয়ে।
সুখ আর দুঃখ, হাসি-কান্নায় শুধু তোমাকেই পেয়েছি আপন।
আমার তোমাকে প্রয়োজন!
প্রতিমুহূর্ত ভয় সংকুল, সে নিঃস্ব হৃদের তুমি বুলবুল।
হৃদয় তোমার ছোঁয়ায় ছোঁয়ায় প্রীত;
আমি সেই ধ্বনি খুঁজে বেড়াই যা তোমার ছোঁয়ায় মহিমান্বিত।
আমি তব মাঝে খুঁজেছি আমায়, পেয়েছি নিজেকে মধুর ভালবাসায়।
আর অনুভব করেছি অচেনা শিহরণ।
আমার তোমাকে প্রয়োজন!
তোমার স্নেহের প্রবল পরশ ঊর্ধ্বে অনুভূতির।
তুমি যে সৃষ্টি হয়েছ কেবল মায়া, মমতা, প্রীতির।
তাই শুধু দিতে চেয়েছি তোমায় প্রতিদান স্বর্গীয়।
ব্যর্থ হয়েছি প্রতি প্রতি পদে; তুমি যে স্বর্গ হতে প্রিয়।
তুচ্ছ স্বর্গ যদি পাই আমি মায়ার সিংহাসন।
আমার তোমাকে প্রয়োজন!
Comments
Post a Comment