কবরের ইতিকথা


এপিটাফে সেদিন ক’টা ঘাস গজাতে দেখেছিলাম।
এবং... হেঁসেছিলাম।
আমি ধুয়ে মুছে গেছি।
কষ্ট পেতে গিয়েও পাই নি। কষ্ট পাওয়া সাজে না।
গোরস্থান আজ নষ্টদের দখলে।

এরপর;
সময়ে সময়ে,
ঘাসগুলো ফেলে;
আবার দেখেছি তাতে নতুন করে রং করতে।
নতুন করে মাটি ফেলে বুঝিয়ে দেয়া এখানে একটা কবর আছে।
চারদিকে তার টাইলসের দেয়াল উঠল;
আমার জন্য স্মৃতিসৌধ হল।
সবাই আমাকে স্মরণ করল।
এবং, ভুলে গেল!


কবরটা আজ নষ্টদের দখলে!
আমি আজ বানিজ্যের পসরা।
আমার নামে ট্রাস্ট হয়।
আমারই নামে দেশে একদল ক্ষমতায় আসে;
এবং আর একদল আমার চেতনায় হরতাল ডাকে।
আমি চেয়ে দেখি;
এবং... হাসি।

আমি কেবলই আজ অজস্র সভা-সমাবেশ আর
আর...
থাক! ওসব নষ্ট শব্দগুলো আর বলব না।

আমি কবিতা-কবি, আমি গল্প-গল্পকার; আমি গান-গায়ক;
আমি উপন্যাস-ঔপন্যাসিক;
আমি চেতনা এবং তার ধারক।
আমি একটি কবর।

আমাকে একদল মাথায় তুলে নেয়;
আর একদল ছুড়ে ফেলে রাস্তায়।
আমি চিৎকার করে কাঁদি।
আমি হাহাকার করে হাসি।

কবরটা আজ ধ্বংসাবশেষ...

যেমনটা আমি...

যেমনটা আমি...

যেমনটা আমি...

যেমনটা মুক্তিযুদ্ধ...

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক