প্রতিচ্ছবি


যখন আমি সেই অনুভূতি অনুভব করলাম
আমার তখন যেন কিছুই করার ছিলনা
আমি আমায় ক্রমাগত ধ্বংস করছি শূণ্যতায়
কেবলই যেন তখন বিভ্রান্ত ছিলাম আমি
শুধুমাত্র বিভিষিকাময় মেঘ এঁকে চলেছি
আমাতে কেবলই আমি ধ্বংস করছি বাস্তবতা
আমার সকল অনুভূতি আর স্মৃতিগুলোকে
যা কিছু আমি সৃষ্টি করেছি তোমায় ঘিরে


আমার হারানোর মত আর কিছুই ছিলনা
কেবল তোমার সেই অনুভূতিগুলো ছাড়া
তাকে মুছতে চেয়েছিলাম তীব্র কুয়াশায়
আমি তখন কোন আমাকে খুঁজে পাইনি
আমার সবটুকু সত্যি ছিল তোমায় ঘিরে
তাই আজ শুধু আমি অনুভব করতে চাই
আমার যা কিছু, সেইসব মিথ্যেগুলোকে
যেন আমার স্মৃতির বহুদুরে থাকতে পারি
তোমাকে ছুড়তে পারি কোন মরুভূমিতে
তারপর আমি আবার শুরু করব আমায়

আমার কিছুমাত্র ছিলনা দেয়ার মত
কেবল আমার অনুভূতিগুলো ব্যাতিক্রম
যাকে শুধু আমি মুছে দিতে চেয়েছিলাম
আষাঢ়ের তীব্র জলধারায় অবিরাম বর্ষণে
তাতে আমি আমাকেই ভাসিয়েছিলাম
তুমি ছাড়া আমার কোন অস্তিত্ব নেই
আমি আজ তোমায় অনুভব করতে চাই
তুমি আমার জীবনের একমাত্র বাস্তব
যা থেকে আমি মুক্ত চেয়েছি বারবার
যা কিছু আমি এতদিন ধারন করে চলেছি
তাকে হারিয়ে আমি আমাকে সাজাতে চাই

এই আমি প্রতিটি মুহুর্তে পরাজিত হয়েছি
সবর্ত খুঁজে ফিরেছি একটুকরো আমাকে
আমি পেয়েছি কেবলই তোমার প্রতিচ্ছবি
আমার যা কিছু আছে তার কিছুতেই
আমি আমার কতৃত্ব প্রতিষ্ঠা করতে পারিনি
সে সিংহাসনে তুমি অধিষ্ঠিত হয়ে আছ
আমি আমাকে বারবার উপহাস করেছি
তবু, আমার আর পাবার কিছু ছিলনা
আমার যা কিছু আছে তার কিছুই সত্যি নয়
সে কেবলই শুধু এক তোমার প্রতিচ্ছবি

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক