ভালবেসে দেব...
ভালবেসে অনেকটা সুখ না হোক,
এক মুঠো যন্ত্রণা দেব।
যন্ত্রণার রং যদি নীল হয় তবে,
নীলচে একটা গোলাপই না হয় দেব।
তোমার সবটুকু সুখ শুষে নিয়ে,
তাতে যন্ত্রণার গহ্বর এঁকে দেব।
ভালবেসে হাসি না দিতে পারি,
তোমায় এক আকাশ কান্নাই না হয় দেব।
এক মুঠো যন্ত্রণা দেব।
যন্ত্রণার রং যদি নীল হয় তবে,
নীলচে একটা গোলাপই না হয় দেব।
তোমার সবটুকু সুখ শুষে নিয়ে,
তাতে যন্ত্রণার গহ্বর এঁকে দেব।
ভালবেসে হাসি না দিতে পারি,
তোমায় এক আকাশ কান্নাই না হয় দেব।
Comments
Post a Comment