তুমি, তাই!
একশত একটি মেঘ আজ আকাশ থেকে
এনে বৃষ্টি ঝরিয়েছি, এ পথে তুমি এসেছ, তাই।
এক হাজার নীলাভ গোলাপের পাঁপড়ি দিয়ে
ছেয়ে দিয়েছি রাজপথ। শুধু তুমি আসবে তাই।
একটি হৃদয় কেটে সারা প্রান্তর ছেয়েছি
বিশুদ্ধ ভালবাসায়। তোমায় বুকে জড়াবো, তাই।
এনে বৃষ্টি ঝরিয়েছি, এ পথে তুমি এসেছ, তাই।
এক হাজার নীলাভ গোলাপের পাঁপড়ি দিয়ে
ছেয়ে দিয়েছি রাজপথ। শুধু তুমি আসবে তাই।
একটি হৃদয় কেটে সারা প্রান্তর ছেয়েছি
বিশুদ্ধ ভালবাসায়। তোমায় বুকে জড়াবো, তাই।
Comments
Post a Comment