আমি স্বপ্ন দেখি
তুমি বারবার আমার থেকে কেড়ে নিয়েছ আমার স্বপ্নগুলি
আমি বাধা দিতে পারিনি
আমি বলতে পারিনি তুমি আমার অস্তিত্ত্বকে ধ্বংস করছ
আমি আমার স্বপ্নগুলোকে নিমগ্নচিত্তে সাজিয়ে রেখেছিলাম
আমার কবিতাগুলোর অন্তস্থলে
আমি তবু স্বপ্ন দেখি।
এক দিগন্ত-বিস্তৃত সবুজাভ মাঠ- মুক্ত, অসীম
আকাশের মাঝে থাকা ধূসর মেঘগুলোকে
আমি সাজিয়ে দিই আমার কল্পনার সাতরঙে
সবুজ আকাশের পরে
আমি ভেসে যেতে দেখি লালচে মেঘ
সেখানে জ্বলে থাকা তুষারশুভ্র জলকণা
আমার নিরানন্দ হৃদয়কে রাঙিয়ে দেয় ইন্দ্রধনুর আলপনায়
তার সবগুলো রং নিয়ে আমি স্বপ্ন দেখি।
তুমি বারবার হানা দিয়েছ আমার স্বপ্নের রাজ্যে
তুমি কখনও রূপকথার ঘুমন্ত রাজপুরী দেখনি
সেখানে পাথরাবৃত নগরে
আমি বীরদর্পে প্রবেশ করে প্রাণের সঞ্চার করি
আমি আমার কল্পনার সবটুকু অসীমত্ব উজাড় করে দিয়ে
আমি বিশ্বাস করি
এক অনিন্দ-সুন্দর পরীরাজ্যে
যারা আমার থেকে সবটুকু আঁধার দুরে সরিয়ে দিয়ে
সূর্যালোককে করে দেয় সাতরঙা
আমি তাদের নিয়ে স্বপ্ন দেখি।
আমি স্বপ্ন দেখি
যা আমাকে বাস্তবতার
ঘৃণ্য জগত থেকে
বহুদুরে ছুড়ে দেয়
এক উদভ্রান্তের মত আমি আমার মত করে বাঁচি
তার মাঝ থেকে তুমি কবিতাগুলো সরিয়ে নাও
কয়েক মুহূর্ত কর্তব্যবিমূড় হয়ে
কবিতাগুলোর তুষারশুভ্র ছাইগুলো নিয়ে
আমি আবার স্বপ্ন দেখি।
তুমি আমাকে ঠেলে দাও আঁধারের মাঝে
যেন আমি রাতের দর্শনকে চিনতে পারি
তবু, আমার কানে মৃদুমন্দ বাতাসে
নিষ্পাপ পরীদল বলে পুবাচলে দেখতে
সেখানে রক্তিম সূর্যের নীলাভ আভা আমাকে অশঙ্ক করে তোলে
আমি তার মাঝে পড়ন্ত বিকেলের সবুজ আকাশ দেখতে পাই
দেখতে পাই তার মাঝে খেলে যাওয়া
তুলোর মত বেগুনী মেঘ
আমি তাদের আমার মত করে সাজিয়ে দিই
ক্রমাগত একের পর এক তুলির আঁচড়ে
আমি তাতে একে দিই এক উন্মত্ত সোন্দর্য
তুমি বিরক্ত হও
আমি তবু স্বপ্ন দেখি।
জটিল পৃথিবী আর তাকে আমার মাঝে রেখে
আমি আবিষ্কার করেছি এক সরলতম জীবন
পৃথিবীর সকল জঞ্জাল আর গ্লানিকে দুরে ফেলে
তোমার পৃথিবী থেকে অনেক দুরে
আমার কল্পনার বিশাল পৃথিবীতে
আমার স্বপ্ন আর স্বপ্নমাখা কবিতাগুলোকে নিয়ে
আমি স্বপ্ন দেখি।
Comments
Post a Comment