মহাশূন্যিক

একদা নাকি আমি কোন এক নক্ষত্রের ধ্বংসাবশেষ ছিলাম।
কোন এক ধূমকেতুর লেজে চড়ে,
একদিন নাকি আমি আছড়ে পড়েছিলাম নীল পৃথিবীর পরে।
শূন্যের অস্থিরতায় এক দিন নাকি
দোদুল্যমান ছিলাম আমি।
আজও অস্থির হয়ে থাকি।

না হয় আবার মিলাই শূণ্যে।
নক্ষত্রের অরণ্যে।
নিষ্ক্রিয় মিউয়নের মাঝে
দুটো ইলেকট্রন আর পজিট্রন হয়ে, মিলায়ে;
বেঁচে রব প্রবল স্ফীতির সাঁঝে।
তোমার হৃদয় ধারণ করে আমার হৃদয়ে,
পাড়ি দেব আবার নক্ষত্রলোক। সলাজে।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক