শপথের ভাষ্কর
আসমুদ্র-হিমাচল
দেখ গর্জে ওঠা নিযুত জনতা
কি করে তাদের রুখবে এবার বল
শিয়রের কাছে নেই হাহাকার, ঝরে পতাকার-
সব লাল থেকে মুক্তির নিঃশ্বাস, বিদ্রোহী উচ্ছ্বাস-
হৃদয়কে করে অনুভূতিহীন, এই পরাধীন-
শোষিত হৃদয় যেন গর্জে ওঠে, শত-লাখো ঠোটে-
স্লোগানমুখর মহনীয় ধারা, এ উল্লাসহারা-
হৃদমরু আজ ধূসর বরং, আবীরের রং-
ছেয়ে যায় সেই বোধহীন সুরে, হৃদয়ের পরে-
সে পবিত্র নাম লাখো শহীদের, লেখা পাথরের-
এ কঠিন বুকে অমর অক্ষয়, যারা মৃত্যুঞ্জয়-
আমাদের এই হৃদয়ের মাঝে, আজো যেন বাজে-
লাখো জনতার হৃদয়শিখর,
লাল-শ্যাম রংয়ে জ্বলে শুধু এক শপথ-ভাস্কর।
Comments
Post a Comment