শ্রাবণ #১ #২

#১

আমার সারাটা দিন, সময়টা মেঘে ঢাকা।
অশ্রু বরষাহীন, নীলিমায় জল আঁকা।
বৃষ্টির কাছে যত আমার রয়েছে ঋণ;
সবই আজ আহত। সবটুকু একা থাকা।

#২

অতপর একদিন,
কেবল শ্রাবণ জলে অশ্রুর ঋণ।
আকাশ ভাঙ্গা জল,
আর দু'চোখ অতল!
নিঃসঙ্গ রাজপথ একা একা চলে যায়।
দাঁড়াবি কী একবার সেথা জড়িয়ে আমায়?

#৩

সকল আকাশ একদিন ঝরে যাবে বৃষ্টির মত।
আর কোন চিল উড়বে না, সব হবে শ্রাবণে আহত।
যেই দিন মেঘে হেঁটে যাবে ছায়া হয়ে জলে স্নানরত।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক