ধন্য আমি ধন্য
ধন্য আমি ধন্য
আমি ধন্য তোমার জন্য
নেই আর গৌরব আমার অন্য
আমি ধন্য তোমার জন্য।
তোমার রূপের পবিত্রতায়, অধমের এই হৃদয় রাঙায়
তোমার আচলের স্নিগ্ধতায়, তোমার ভালবাসার মায়ায়
আমার জীবন বাধা পড়ে, তোমার স্নেহের বাহুডোরে
তোমার স্নেহের ক্রোড়ে, সে মায়ারূপ বাহুডোরে
শোনালে বাঁচার গান
তুমি দিয়েছ আমায় প্রাণ,
দিতে পারব না প্রতিদান
তুমিই আমার প্রাণ
তোমার মুখের কথকতা, এ যে এক স্বর্গসুষমা
আমি হৃদয় গুহায় রাখি, শত জনমের সাধনা
শত দুঃখের দিনের শেষে, এ মন সকল কষ্ট ভোলে
শেষের অশ্রুবিন্দু মুছে, তোমার আচল-ছায়াতলে
শেষেতে শত যুগান্তর
বুঝেছি মোর তুমি অন্তর
তুমি যে শেষ বাঁচার প্রহর
শুধু তুমিই মোর অন্তর
শত দুঃখের দিনের শেষে, আমি ভুলে যাই সকল দুখ
যখন বারেবারে দেখি, তোমার হাসিভরা ওই মুখ
ভুলিয়ে সব দুঃখ কমল, কত কষ্ট বেদনার দিন
জীবনে পুষ্প ফুটিয়ে তুমি যে করেছ রঙ্গীন
তুমি যে আমার মা
যাতে তুচ্ছ হিরে-পান্না
তুমি দুর করেছ যন্ত্রণা
তুমিই যে মোর মা
Comments
Post a Comment