স্বর্গশোভা

আমি জীবন ভরে খুঁজে ফিরেছি স্বর্গের সুখ, শোভা;
যেথা সূর্য-স্নানে আকাশে ঝরে ঝরনার মত প্রভা,
যেথা ভোরের রবি মায়ের গায়ে মুক্তির রাঙ্গা আভা,
আমি জীবন ভরে খুঁজে ফিরেছি স্বর্গের সুখ, শোভা।

আমি খুঁজে ফিরেছি শস্য-দোলা শ্যামলিমা ছায়াছবি,
যেথা সকাল-সাঁঝে দীপ্তি জ্বালে নীল আকাশের রবি।
যেথা এপারে তার নীল জলধি, ওইপারে প্রান্তর,
সেথা এদিকে তার মোহিনী বন, আরেক দিকে ভূধর।
যেথা সবুজ তার চির প্রহরী রাত্রি অথবা দিবা,
আমি জীবন ভরে খুঁজে ফিরেছি স্বর্গের সুখ, শোভা।


যেথা ঈশান যেন খুনে ঝাপটা, যুদ্ধের মহাকাল;
তবু, হরিষ সেই স্রোতের মাঝে দিগন্ত-জোড়া পাল।
যেথা নীলের নিচে মেঘের জলে স্নাত হয় পুত-ভূমি,
এ জীবন মরণ আমি শুধু যে মায়ের চরণ চুমি।
সে ভালবাসা যেন মোর হৃদয়ে ছড়ায় প্রেমের বিভা,
আমি জীবন ভরে খুঁজে ফিরেছি স্বর্গের সুখ, শোভা।

আমি এ বাংলায় খুঁজে পেয়েছি স্বর্গ-সুখের নীড়,
যেথায় এসে যেন খেলে বেড়ায় মায়া সব পৃথ্বীর।
আমি বাংলাতেই খুঁজে পেয়েছি, ধরার সকল সুখ,
যেথা মুক্তিসুখ চির-গর্বে ভরায় মোর এ বুক।
যেন খোদার সেরা সৃষ্টি, এক দেবলোক মনোলোভা,
আমি বাংলা মাঝে খুঁজে পেয়েছি স্বর্গের সুখ, শোভা।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক