হুমকি দিচ্ছি
হুমকি দিচ্ছি,
একদা তোমার ঠোঁট থেকে সব কোমলতা খসে যাবে।
শীতের তীব্র রুক্ষময়তা ছিঁড়ে ছিঁড়ে নেবে তোমার অধর।
একদা তোমার ঠোঁট থেকে সব কোমলতা খসে যাবে।
শীতের তীব্র রুক্ষময়তা ছিঁড়ে ছিঁড়ে নেবে তোমার অধর।
হুমকি দিচ্ছি,
কোন একদিন তোমার হাসিতে টোল পড়বে না আর ওই গালে।
যে হাসিতে আমি মুগ্ধ ছিলাম, সেটা আর কেউ দেখবেনা কভু।
হুমকি দিচ্ছি,
একদা বিকেলে গলা দিয়ে আর বেরোবে না ধ্বনি।
বিকেলের রোদে সবুজ পাতার সাথে আর গাওয়া হবে না রবীন্দ্র গীতি।
কোন একদিন তোমার হাসিতে টোল পড়বে না আর ওই গালে।
যে হাসিতে আমি মুগ্ধ ছিলাম, সেটা আর কেউ দেখবেনা কভু।
হুমকি দিচ্ছি,
একদা বিকেলে গলা দিয়ে আর বেরোবে না ধ্বনি।
বিকেলের রোদে সবুজ পাতার সাথে আর গাওয়া হবে না রবীন্দ্র গীতি।
হুমকি দিচ্ছি,
একদা তোমার হৃদ ছুঁয়ে যাবে বিষাদের ঢেউ,
টলমল হবে আকাঙ্ক্ষা ভরা নীল সরোবর।
একদা তোমার হৃদ ছুঁয়ে যাবে বিষাদের ঢেউ,
টলমল হবে আকাঙ্ক্ষা ভরা নীল সরোবর।
হুমকি দিচ্ছি,
কোন বিষণ্ণ একটি বিকেলে,
হঠাৎ হুমকি ও অভিশাপের তোড়জোড়ে তুমি অনুভব করে নেবে; বুঝে যাবে,
কোন একদিন নীল ভালবাসা তুমি পেয়েছিলে।
হঠাৎ হুমকি ও অভিশাপের তোড়জোড়ে তুমি অনুভব করে নেবে; বুঝে যাবে,
কোন একদিন নীল ভালবাসা তুমি পেয়েছিলে।
Comments
Post a Comment