বিষাক্ততা...
#১
এখানে আকাশটা সবুজএবং
মৃত ঘাসফুলগুলো সবুজের অসীম তীব্রতায়
শুভ্রতার পর কৃষ্ণ হতে কৃষ্ণতর হতে কৃষ্ণতম
ওদের আচ্ছন্ন করে রাখে বিষাক্ততা
আমি
এবং আমি ওদের জড়িয়ে রাখি
এবং আকাশটা এখানে অদূরে নিমজ্জিত লালের মত বিশাল
যখন এই নগরের নাগরিক উপমায়,
আমি বিধ্বস্ত শাপলার মত অসহায়।
আমি আকাশের বুকে থাকা ঘাসফুলের সাথে কথা বলি।
আমি ঘাসফুলের মাঝে থাকা বিষাক্ততার সাথে কথা বলি।
এবং বিষাক্ততাকে আঁকড়ে ধরে বেঁচে থাকি।
আমার জীবনটা এখানে উছন্নে যাওয়া সাজান গোছান
নিস্তরঙ্গ বালুবেলা
অনেকটা তেমনই আমি।
এবং এক আকাশ বিষাক্ততা আমাতে।
#২
এক আকাশভরা লালতোমায় দেব।
এবং সুদুর অসীম থেকে বয়ে আনা একগাদা বর্ণালীর ধ্বংসাবশেষ।
শেষ বিকেলের শুভ্রতা ভেঙ্গে যেটুকু বিষাক্ততা অবশিষ্ট থাকে;
তার সবটুকু লাল।
আমি তোমায় দেব।
জানো তো?
নীল বিষাক্ততার রং লাল।
Comments
Post a Comment