অসতী সীতা
ধরে নেয়া যাক,
কবি খুঁজে যায়, বিপন্ন রাস্তায় ;
ক্ষয়ে যাওয়া চাঁদ আর কবিতায়...
জীবনের বোধ। দেখেছে কবিতা
কবিরা দেখেনি - কবিতা লিখেছে এ অসতী সীতা।
ধরে নেয়া যাক,
এই ফুট পাতে ল্যাম্পপোষ্টের এই হলুদ আলোয়
অসতীরা হাঁটে। বিছানায় শোয়।
কবি হেঁটে যায় দূর থেকে দূর; আরও বহুদূর
দূরের শব্দকে ছোঁয়ার সীমায়।
ধরে নেয়া যাক,
এ কাব্য কবিরা লেখেনা কলমে।
সীতা লিখে যায় তার মত করে তাহার জনমে।
কবি-আঙ্গিনায় সীতা এসে ঠায় নিলাজ দাঁড়ায়
সেই লিখে যায়,
কবিতার চেয়ে মহান সাহিত্য জীবন পাতায়।
ধরে নেয়া যাক,
ফুটপাতের কবি বিষাক্ত ধোঁয়ায় কবিতাকে খোঁজে।
সে কভু দেখেনা, তার পাশে সীতা সতীত্বের দামে
তার চেয়ে বড় কাব্য সৃষ্টি করে। কবি নাহি বোঝে।
ধরে নেয়া যাক,
কবি হেঁটে যায়
কবিতার খোঁজে। তা তো পড়ে রয়
সীতাদের কাছে,আরও মহীমায়।
কবি যে কবিতা হলুদ আলোয়
আজ রচে যায়, বিষময়তায় ;
সীতা তাই লেখে অসতীর নামে রাবনের পায়।
ধরে নেয়া যাক,
তাই কবিতারা কবিদের ফেলে
ল্যাম্পপোষ্টের নিচে ভাড়াটে সীতার কাছে পড়ে থাক।
কবি খুঁজে যায়, বিপন্ন রাস্তায় ;
ক্ষয়ে যাওয়া চাঁদ আর কবিতায়...
জীবনের বোধ। দেখেছে কবিতা
কবিরা দেখেনি - কবিতা লিখেছে এ অসতী সীতা।
ধরে নেয়া যাক,
এই ফুট পাতে ল্যাম্পপোষ্টের এই হলুদ আলোয়
অসতীরা হাঁটে। বিছানায় শোয়।
কবি হেঁটে যায় দূর থেকে দূর; আরও বহুদূর
দূরের শব্দকে ছোঁয়ার সীমায়।
ধরে নেয়া যাক,
এ কাব্য কবিরা লেখেনা কলমে।
সীতা লিখে যায় তার মত করে তাহার জনমে।
কবি-আঙ্গিনায় সীতা এসে ঠায় নিলাজ দাঁড়ায়
সেই লিখে যায়,
কবিতার চেয়ে মহান সাহিত্য জীবন পাতায়।
ধরে নেয়া যাক,
ফুটপাতের কবি বিষাক্ত ধোঁয়ায় কবিতাকে খোঁজে।
সে কভু দেখেনা, তার পাশে সীতা সতীত্বের দামে
তার চেয়ে বড় কাব্য সৃষ্টি করে। কবি নাহি বোঝে।
ধরে নেয়া যাক,
কবি হেঁটে যায়
কবিতার খোঁজে। তা তো পড়ে রয়
সীতাদের কাছে,আরও মহীমায়।
কবি যে কবিতা হলুদ আলোয়
আজ রচে যায়, বিষময়তায় ;
সীতা তাই লেখে অসতীর নামে রাবনের পায়।
ধরে নেয়া যাক,
তাই কবিতারা কবিদের ফেলে
ল্যাম্পপোষ্টের নিচে ভাড়াটে সীতার কাছে পড়ে থাক।
Comments
Post a Comment