ধরে নেয়া যাক #২ #৩ #৪ #৫

#২

ধরে নেয়া যাক,
ধূসর আকাশ ঢাকা
রোদ্দুরে একা থাকা—
অধরাই থাক।

#৩

ধরে নেয়া যাক,
করে কলরব
ভালবাসা সব
দূরে দূরে থাক।

#৪

ধরে নেয়া যাক,
কষ্টেরা সব এই মাঝ রাতে
হলুদ আলোতে ধোঁয়াদের সাথে
যাক উড়ে যাক।

#৫

ধরে নেয়া যাক,
সব ভালবাসা
হৃদয়ের ভাষা
দূরে দূরে থাক

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক