আমি কাঁদতে চাই

চোঁখ দুটো যেন আজ তৃষ্ণার্ত মরুভূমির মত
এক ফোঁটা পানির জন্য হাহাকার করে ফেরে
অশ্রুটুকু আজ শুকিয়ে তপ্ত
এক টুকরো অনুভূতির খোঁজে
আমি আজ আবার কাঁদতে চাই

আমি বারবার শুধু খুঁজে ফিরেছি আমার হৃদয়
যাকে আমি নিজহাতে আস্তাকুড়ে ছুড়ে ফেলেছিলাম
আমি বুঝতে পারিনি নিঃসঙ্গতা কতটা ভয়াবহ
আমি তাকে একটু একটু করে পুসে রেখেছিলাম
তার তীব্র উত্তাপ একটু একটু করে
আমার সবটুকু অশ্রু নিঃশেষ করেছে
আমি তা অনুভব করতে পারিনি
আমার হৃদয়ের সাথে আমি আমার
সকল অনুভূতিকে হারিয়ে ফেলেছি
আমি নিজ হাতে আমাকে ধ্বংস করেছি
তাই আমি আজ একফোঁটা অশ্রু নিয়ে কাঁদতে চাই
আমি আমার কষ্টগুলোকে একটু একটু করে জমিয়ে রেখেছি
ছোট ছোট স্ফুলিঙ্গগুলোকে জমিয়ে করেছি দাবানল
আমার সবুজ কাননকে সে করেছে ধ্বংসস্তুপ
একফোঁটা অশ্রুর আশায়
আমার দু’চোঁখ বেয়ে রক্তের ধারা ঝরে পড়ে
ক্রমশ কালো হয়ে যায় সকল চন্দ্রিমা
আমি রাতের আকাশে দেখি কেবলই
এক হিংস্রতম ক্রুরহাসি
তার থেকে কেবলই পালিয়ে বেড়িয়েছি
আজ তার থেকে লুকিয়ে আমি একটু কাঁদতে চাই

আমি কাঁদতে চাই
যেন আমার সকল না বলা কথাগুলো
অশ্রুর ধারা বেয়ে হারিয়ে যায় দুর নিভৃতে
যে লেখা কেউ কোনদিন পড়তে পারে না
আমি কাঁদতে চাই
যেন সকল কষ্টগুলো নিঃশেষ হয় তার সাথে
এই যন্ত্রনাগুলো আজ আমি সহ্য করতে অক্ষম
তাই আমি আজ চিৎকার করে কাঁদতে চাই
আমার অজস্র ভুল যা আমাকে আমার থেকে দুরে ঠেলে দেয়
তার থেকে আমি আর লুকোতে চাইনা
আমি আমার ভেতরের আমাকে প্রকাশ করতে চাই
আমি শুধু আজ একবার কাঁদতে চাই

আমাকে কেবলই আমার মত করে সাজিয়ে
আমি আমার প্রতিটি অধ্যায়কে অনুভব করতে চাই
আমার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, কষ্ট কিংবা ভাললাগা গুলো
আমি চিৎকার করে জানাতে চাই
সকল সামাজিকতার বন্ধন ছিন্ন করে
একবুনো, আদিম, হিংস্র হৃদয় নিয়ে আমি বাঁচতে চাই
আমি কাঁদতে চাই।

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক