বুভুক্ষু চাঁদ
আজকে আবার চাঁদটাকে দেখলাম,
অনেক দিন পর।
লোডশেডিংয়ের রাজত্বে তখন বৈদ্যুতিক বাতিগুলো নিষ্প্রভ।
রাতের উজ্জ্বলতা ক্রমশ কমে ফিকে হয়ে আসার আগেই_
সে উঁকি দিয়েছিল।
আমি গলির অভুক্ত কুকুরের মত এলোপাথাড়ি হাঁটছিলাম।
আমার সমগ্র চেতনা তখন নিকোটিনে আচ্ছন্ন।
সেই মোহাবিষ্টতায় আমি চাঁদটাকে দেখেছিলাম।
অনেকদিন পর।
তাকে ঘিরে মেঘের উড়াউড়ি ছিল না; তারার মেলা ছিল না।
সে নিঃসঙ্গ!
সে চকিত প্রিয়ার মত তার সবটুকু উজ্জ্বলতা উজাড় করে দিল আমাতে।
তার স্নিগ্ধ জোছনা উন্মাদের মত আছড়ে পড়ল আমার হৃদয়ে।
আমি তাকে চিনি নি।
আমার চেতনা তখন নিকোটিনে আচ্ছন্ন।
আমি ধোয়া ভেদ করে চাঁদটাকে দেখেছিলাম।
এক অপ্সরা;
অনেকদিন পর...
অনেক দিন পর।
লোডশেডিংয়ের রাজত্বে তখন বৈদ্যুতিক বাতিগুলো নিষ্প্রভ।
রাতের উজ্জ্বলতা ক্রমশ কমে ফিকে হয়ে আসার আগেই_
সে উঁকি দিয়েছিল।
আমি গলির অভুক্ত কুকুরের মত এলোপাথাড়ি হাঁটছিলাম।
আমার সমগ্র চেতনা তখন নিকোটিনে আচ্ছন্ন।
সেই মোহাবিষ্টতায় আমি চাঁদটাকে দেখেছিলাম।
অনেকদিন পর।
তাকে ঘিরে মেঘের উড়াউড়ি ছিল না; তারার মেলা ছিল না।
সে নিঃসঙ্গ!
সে চকিত প্রিয়ার মত তার সবটুকু উজ্জ্বলতা উজাড় করে দিল আমাতে।
তার স্নিগ্ধ জোছনা উন্মাদের মত আছড়ে পড়ল আমার হৃদয়ে।
আমি তাকে চিনি নি।
আমার চেতনা তখন নিকোটিনে আচ্ছন্ন।
আমি ধোয়া ভেদ করে চাঁদটাকে দেখেছিলাম।
এক অপ্সরা;
অনেকদিন পর...
Comments
Post a Comment