ধূসর স্বপ্ন
আমি প্রতিবার ঠিক তেমন হতে চেয়েছি
যেমনই তোমাদের অসীম স্বপ্ন আমায় ঘিরে
ঠিক যেমন করে আমা ভবিষ্যৎ গড়তে চেয়েছ
তোমাদের স্বপ্নময় বাগানে
আমার কল্পনার কুড়েঘর ধুলিস্যাৎ করে,
সেখানে গড়ে দিতে চেয়েছি তোমাদের স্বপ্নালয়
এক মুমূর্ষ প্রাণের মত
তোমাদের নিষেধের প্রতিটি আগলের মাঝে
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনকে রুদ্ধ করেছি
তোমাদের স্বপ্নের মহাসমুদ্রের মাঝে
এক তরীহারা নাবিকের মত আমি খুঁজে ফিরেছি
আমার ছোট্ট কুটির,
হেলায় ত্যাগ করে সেই রাজপ্রাসাদ-
তবে যে তার সাথে আমি নিজেও ধ্বংস হয়ে যাব।
যেমনই তোমাদের অসীম স্বপ্ন আমায় ঘিরে
ঠিক যেমন করে আমা ভবিষ্যৎ গড়তে চেয়েছ
তোমাদের স্বপ্নময় বাগানে
আমার কল্পনার কুড়েঘর ধুলিস্যাৎ করে,
সেখানে গড়ে দিতে চেয়েছি তোমাদের স্বপ্নালয়
এক মুমূর্ষ প্রাণের মত
তোমাদের নিষেধের প্রতিটি আগলের মাঝে
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনকে রুদ্ধ করেছি
তোমাদের স্বপ্নের মহাসমুদ্রের মাঝে
এক তরীহারা নাবিকের মত আমি খুঁজে ফিরেছি
আমার ছোট্ট কুটির,
হেলায় ত্যাগ করে সেই রাজপ্রাসাদ-
এক প্রাণহীন জড় পুতুলের মত
আমার অনিচ্ছাগুলোকেই আমি ব্রত মেনেছি
যেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন
কূলহারা প্রতিকূল এক জলধীর মাঝে
বিচ্ছিন্ন দ্বীপের মত আমায় রাখতে চেয়েছ
ভুলে গিয়েছ, “বনের পশুও দলছুট হয়না”।
আমার অনিচ্ছাগুলোকেই আমি ব্রত মেনেছি
যেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন
কূলহারা প্রতিকূল এক জলধীর মাঝে
বিচ্ছিন্ন দ্বীপের মত আমায় রাখতে চেয়েছ
ভুলে গিয়েছ, “বনের পশুও দলছুট হয়না”।
তোমরা কি দেখতে পাওনা?
তোমরা নিজের হাতে আমার সত্ত্বাকে ধ্বংস করছ
আমায় প্রতিটি ক্ষনে করে রেখেছ শৃঙ্খলিত
যেন আমি কখনও না হতে পারি
এক বল্গাহারা ঘোড়ার মত স্বাধীন
কেননা, তোমাদের প্রতিটি স্বপ্ন আমি
শত চেষ্টার পরেও পূরনে ব্যার্থ হয়েছি
তোমরা তা মেনে নাওনি বা নেবার চেষ্টাটুকুও করনি
আমি তো কোন যন্ত্র নই
আমার বোঝাটাকে কি একটু লাঘব করা অসম্ভব?
তোমরা নিজের হাতে আমার সত্ত্বাকে ধ্বংস করছ
আমায় প্রতিটি ক্ষনে করে রেখেছ শৃঙ্খলিত
যেন আমি কখনও না হতে পারি
এক বল্গাহারা ঘোড়ার মত স্বাধীন
কেননা, তোমাদের প্রতিটি স্বপ্ন আমি
শত চেষ্টার পরেও পূরনে ব্যার্থ হয়েছি
তোমরা তা মেনে নাওনি বা নেবার চেষ্টাটুকুও করনি
আমি তো কোন যন্ত্র নই
আমার বোঝাটাকে কি একটু লাঘব করা অসম্ভব?
আমার প্রতিটি পদক্ষেপ ছিল তোমাদের কাছে এক বিরাট ভুল
আমার একটি মুহুর্ত অপচয় তোমাদের সহ্যের সীমা অতিক্রম করেছে
একটু অখন্ড অবসর কি আমার প্রাপ্য নয়?
কৈশোর কি স্বপ্নাঞ্জলীর কাল?
আমি কি শশাঙ্কের ন্যায় কেবল সূর্যালোক আকড়েই বেঁচে থাকব?
আমাকে আজও অবুঝ ভেবে
তোমরা তোমাদের আশা আকাঙ্খার প্রাসাদ দিয়েছ আমায়
তার ভারে আজ আমি ন্যূজ্য
আমার অবশিষ্ট চেতনা ধ্বংস কোরোনা
তবে যে আমার মানস কুড়ে ঘরটিও আমি তৈরি করতে সক্ষম হবনা।
আমার একটি মুহুর্ত অপচয় তোমাদের সহ্যের সীমা অতিক্রম করেছে
একটু অখন্ড অবসর কি আমার প্রাপ্য নয়?
কৈশোর কি স্বপ্নাঞ্জলীর কাল?
আমি কি শশাঙ্কের ন্যায় কেবল সূর্যালোক আকড়েই বেঁচে থাকব?
আমাকে আজও অবুঝ ভেবে
তোমরা তোমাদের আশা আকাঙ্খার প্রাসাদ দিয়েছ আমায়
তার ভারে আজ আমি ন্যূজ্য
আমার অবশিষ্ট চেতনা ধ্বংস কোরোনা
তবে যে আমার মানস কুড়ে ঘরটিও আমি তৈরি করতে সক্ষম হবনা।
তোমাদের প্রাসাদের মাঝে আমি আজও আমায় খুঁজে পাইনি
আমি যখনই তা খুঁজতে চেয়েছি
তোমরা আগলে দাড়িয়েছ সে পথ
আমি কি এতটাই অবুঝ?
আমার জীবনের সহস্রাংশও কি আমার নয়?
আমি যখনই তা খুঁজতে চেয়েছি
তোমরা আগলে দাড়িয়েছ সে পথ
আমি কি এতটাই অবুঝ?
আমার জীবনের সহস্রাংশও কি আমার নয়?
Comments
Post a Comment