ওপারে
অতঃপর একদিন হেমন্তের সকল
পাতাগুলো যাবে ঝরে।
তখনও কি তোমার আখি জলে টলমল
অশ্রুরা যাবে পড়ে?
একদা সকল সুখ,
ভরাবে তোমার বুক।
আমি মরে গিয়ে তবে ভেসে বেড়াতে থাকব তোমার দুই নয়নে।
বধু তুমি মাথা রেখো আমার বুকের সনে।
মৃত ভালবাসাটুকু ধরে রেখো তব চোখে।
আমার ভালবাসা তা দেখে যাব অপলকে।
তুমি তোমার নয়নে অশ্রুর ভালবাসা সবটুকু রেখো ধরে।
যেদিন হেমন্তের শুষ্ক পাতার মত আমি যাব মরে।
পাতাগুলো যাবে ঝরে।
তখনও কি তোমার আখি জলে টলমল
অশ্রুরা যাবে পড়ে?
একদা সকল সুখ,
ভরাবে তোমার বুক।
আমি মরে গিয়ে তবে ভেসে বেড়াতে থাকব তোমার দুই নয়নে।
বধু তুমি মাথা রেখো আমার বুকের সনে।
মৃত ভালবাসাটুকু ধরে রেখো তব চোখে।
আমার ভালবাসা তা দেখে যাব অপলকে।
তুমি তোমার নয়নে অশ্রুর ভালবাসা সবটুকু রেখো ধরে।
যেদিন হেমন্তের শুষ্ক পাতার মত আমি যাব মরে।
Comments
Post a Comment