প্রত্যাগত
এটি ছিল কয়েকটি মুহূর্ত
আমার অপেক্ষা!
আমি অপেক্ষা করে ছিলাম মহনীয় কোন ক্ষণের
ভয়, সংশয় আর অনিশ্চয়তার দোলাচলে
আমি বিভ্রান্ত ছিলাম
প্রতিটি মুহূর্ত সহস্র যুগান্তর হয়ে
আমার সামনে উত্থিত হচ্ছিল
সে এক নিদারুণ অপেক্ষা
অবশেষে তুমি এলে
এলো সেই মহনীয় ক্ষণ
যার পথ চেয়ে আমি অতিবাহিত করেছি নিযুত যুগান্তর
শুধু তোমাকে একটি কথা বলার জন্য...
আমি অপেক্ষা করে আছি সত্যযুগ হতে
ত্রেতা, দ্বাপর পার হয়ে আজ আমি মোহাবিষ্ট
আমার সময় চলছিল ধীর, মৃদুমন্দ
যে মুহূর্তে তুমি সামনে এলে
সময় যেন স্থির হয়ে গেল।
যে কথাটি বলার জন্য আমি দাড়িয়ে আছি যুগান্তর হতে!
তোমায় কয়েকটি শব্দ বলার জন্য আমার আকুলতা!
আজ তোমায় সামনে পেয়ে আমি নিস্তব্ধ!
আমি ভুলে গেছি প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ, অক্ষর, ধ্বনি
কালের নীরবতায় আমি বিস্মৃতির অনলে নিমজ্জিত।
অবশেষে আমি উচ্চারণ করলাম
আমার অনুভূতিগুলোকে
যতটা আবেগ আর ভালবাসা স্তুপাকৃত হয়ে ছিল আমাতে
আমি তার সবটুকু উগড়ে দিলাম
তারপর!
তারপর তুমি ছেলেখেলার মত গুড়িয়ে দিলে
আমার স্বপ্ন-সৌধ।
নিদারুণ অসহায়ের মত আমার অনুভূতিগুলো
ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হল
এরপর কেটে গেছে অনেকটা সময়
আমি নিজেকে গুছিয়ে নিয়েছি।
স্বপ্নবাজ আমি তোমায় ঘিরে গড়ে তোলা
আমার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করেছি।
আমি আমাকে গড়েছি কেবলই আমায় ঘিরে।
আমার সেই সাজান পৃথিবীতে তোমার কোন স্থান নেই।
নির্জীব একাকী আমি স্বংয়সম্পূর্ণ।
কালের প্রবাহ কেটে গেল যুগান্তর!
আমি তখন মত্ত অন্য কোথাও
অন্য কোথাও দেখা আমার নতুন স্বপ্নগুলোকে
আমি সত্যি করে চলেছি।
নিদারুণ সুশৃঙ্খল তখন আমার এলোমেলো পৃথিবী।
তার মাঝে,
তুমি আবার এসে দাঁড়ালে
মুহূর্তে পথভ্রষ্ট আমি মুক্ত-বিহঙ্গ
আমি তোমার মত নিষ্ঠুরতায় না বলতে পারিনি।
আমি তোমায় তোমার মত করে প্রত্যাঘাত করতে পারিনি।
আমি নীরবে সরে গেছি তোমার সামনে থেকে।
আমি তখন ব্যস্ত আমার পৃথিবীকে নিয়ে।
আর আমার স্বপ্নগুলোকে নিয়ে
সেখানে তোমার কোন স্থান ছিল না।
নীরবে নিভৃতে দু’ফোটা অশ্রুবিন্দুকে গোপন করে;
আমি আবার আমাকে গুছিয়ে নিয়েছি।
আমার সেই সাজান পৃথিবীতে তোমার কোন স্থান নেই।
আমার অপেক্ষা!
আমি অপেক্ষা করে ছিলাম মহনীয় কোন ক্ষণের
ভয়, সংশয় আর অনিশ্চয়তার দোলাচলে
আমি বিভ্রান্ত ছিলাম
প্রতিটি মুহূর্ত সহস্র যুগান্তর হয়ে
আমার সামনে উত্থিত হচ্ছিল
সে এক নিদারুণ অপেক্ষা
অবশেষে তুমি এলে
এলো সেই মহনীয় ক্ষণ
যার পথ চেয়ে আমি অতিবাহিত করেছি নিযুত যুগান্তর
শুধু তোমাকে একটি কথা বলার জন্য...
আমি অপেক্ষা করে আছি সত্যযুগ হতে
ত্রেতা, দ্বাপর পার হয়ে আজ আমি মোহাবিষ্ট
আমার সময় চলছিল ধীর, মৃদুমন্দ
যে মুহূর্তে তুমি সামনে এলে
সময় যেন স্থির হয়ে গেল।
যে কথাটি বলার জন্য আমি দাড়িয়ে আছি যুগান্তর হতে!
তোমায় কয়েকটি শব্দ বলার জন্য আমার আকুলতা!
আজ তোমায় সামনে পেয়ে আমি নিস্তব্ধ!
আমি ভুলে গেছি প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ, অক্ষর, ধ্বনি
কালের নীরবতায় আমি বিস্মৃতির অনলে নিমজ্জিত।
অবশেষে আমি উচ্চারণ করলাম
আমার অনুভূতিগুলোকে
যতটা আবেগ আর ভালবাসা স্তুপাকৃত হয়ে ছিল আমাতে
আমি তার সবটুকু উগড়ে দিলাম
তারপর!
তারপর তুমি ছেলেখেলার মত গুড়িয়ে দিলে
আমার স্বপ্ন-সৌধ।
নিদারুণ অসহায়ের মত আমার অনুভূতিগুলো
ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হল
এরপর কেটে গেছে অনেকটা সময়
আমি নিজেকে গুছিয়ে নিয়েছি।
স্বপ্নবাজ আমি তোমায় ঘিরে গড়ে তোলা
আমার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করেছি।
আমি আমাকে গড়েছি কেবলই আমায় ঘিরে।
আমার সেই সাজান পৃথিবীতে তোমার কোন স্থান নেই।
নির্জীব একাকী আমি স্বংয়সম্পূর্ণ।
কালের প্রবাহ কেটে গেল যুগান্তর!
আমি তখন মত্ত অন্য কোথাও
অন্য কোথাও দেখা আমার নতুন স্বপ্নগুলোকে
আমি সত্যি করে চলেছি।
নিদারুণ সুশৃঙ্খল তখন আমার এলোমেলো পৃথিবী।
তার মাঝে,
তুমি আবার এসে দাঁড়ালে
মুহূর্তে পথভ্রষ্ট আমি মুক্ত-বিহঙ্গ
আমি তোমার মত নিষ্ঠুরতায় না বলতে পারিনি।
আমি তোমায় তোমার মত করে প্রত্যাঘাত করতে পারিনি।
আমি নীরবে সরে গেছি তোমার সামনে থেকে।
আমি তখন ব্যস্ত আমার পৃথিবীকে নিয়ে।
আর আমার স্বপ্নগুলোকে নিয়ে
সেখানে তোমার কোন স্থান ছিল না।
নীরবে নিভৃতে দু’ফোটা অশ্রুবিন্দুকে গোপন করে;
আমি আবার আমাকে গুছিয়ে নিয়েছি।
আমার সেই সাজান পৃথিবীতে তোমার কোন স্থান নেই।
Comments
Post a Comment