স্বাধীনতা তুমি কি?

চেতনাটা আজ অনেক ভোঁতা হয়ে গেছে,
অস্পষ্ট হয়ে গেছে স্মৃতিগুলো।
কি চেয়েছিলাম আমি স্বাধীনতার কাছে?
স্বাধীনতা তুমি কি?

তোমার কাছে তো আমি চাইনি,
কেবল একটি দিনে ভাষার মিনারে অগণিত ফুলের স্তূপ।
যেখানে শ্রদ্ধার চেয়েও বড় হয়ে ওঠে লৌকিকতা,
যেখানে আমি বুভূক্ষের মত খুঁজেও পাইনা তিলসম শ্রদ্ধা,
তুমি কি একটি দিনের বাঙালি?


তোমার কাছে তো আমি চাইনি,
তোমার বীর সন্তানদের আস্তাকুড়ে ফেলে দেয়া সমাজব্যবস্থা।
তোমায় স্বাধীনতা দেয়া বিবেকগুলোকে পরাধীন করে দেয়া,
মুক্তি নামের রক্তিম সূর্যের প্রতি ধেয়ে আসা কুৎসিত গ্রহণ,
তুমি কি নির্মম কৃতঘ্নতা?

তোমার কাছে তো আমি চাইনি,
নির্মল ধানক্ষেতের মাঝ থেকে বেরিয়ে আসা গলিত লাশের গন্ধ।
তাকে ঘিরে হায়েনার হিংস্র উন্মত্ততা,
সহস্র স্বপ্নময় স্পন্দনের নির্মম অপমৃত্যু,
তুমি কি ত্রাসের নামান্তর?

তোমার কাছে তো আমি চাইনি,
সহস্র নিরপরাধ সংখ্যালঘুর নিষ্ঠুর প্রাণদান।
তাদের প্রতি প্রকাশিত হওয়া ধর্মান্ধদের ঘৃণা,
অজস্র নিরপরাধ নাগরিকের অকারণে দেশত্যাগ,
তুমি কি ভ্রাতৃত্বের যমদূত?

তোমার কাছে তো আমি চাইনি,
একাত্তরের জানোয়ারদের হাতে থাকা অসহায় রাষ্ট্রযন্ত্র।
তাদের গাড়িতে উড়িয়ে পতাকাকে কালিমালিপ্ত করা,
তাদের প্রতি জনতার ছুড়ে দেয়া ঘৃণা ভরা সম্মান,
তুমি কি বিস্মৃত ইতিহাস?

তোমার কাছে তো আমি চাইনি,
তোমার প্রতিটি অধ্যায়কে মুছে দিতে উদ্যত রাষ্ট্রক্ষমতা।
তোমাকে না চিনেই নব-প্রজন্মের তোমাকে জানানো ভালবাসা,
বিদ্রোহী বাঙালির মরচে পড়া প্রতিবাদ,
তুমি কি বিপ্লবের অপমৃত্যু?

তোমার কাছে তো আমি চাইনি,
গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা সৈনিকের কালো হাত।
তোমার শ্রেষ্ঠ সন্তানদের নিশ্চিহ্ন করা অস্ত্রের গর্জন,
ধর্মের খোলসে শান্তিপ্রিয় জনতার মাঝে বুনে দেয়া সাম্প্রদায়িকতা,
তুমি কি নিশ্চুপ দর্শক?

তোমার কাছে তো আমি চাইনি,
একাত্তরের ফেলে দেয়া অস্ত্রের পুনর্বার জেগে ওঠার জিঘাংসা।
পুনর্বার সূর্য-খচিত সবুজ ললাটে বেধে যুদ্ধের প্রতিজ্ঞা-
তোমার বীর সন্তানদের জাগরণের প্রতীক্ষা-
তুমি কি কেবলই তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন?

Comments

Popular posts from this blog

নিকষ

বাংলা কবিতায় ছন্দ ; কিছু প্রাথমিক আলোচনা

স্বাতন্ত্রিক