অথচ ২

 অথচ তখনও নিউরনে নিউরনে মিশে যাওয়া হয়নি।

অথচ তখনও কামড়ে ধরে রাখতে রাখতে জোড়া লেগে যায়নি দু’ঠোঁট।

অথচ তখনও এত জোরে আঁকড়ে ধরা হয়নি,

যেভাবে তুমি আর আমি হয়ে যাই আমি আর তুমি।

অথচ তখনও ততটুকু ঘৃণা করা হয়নি, ততটুকু ভালবাসা হয়নি,

যতটুকু হলে ফুরিয়ে যায় বোধ।

 

অথচ এখনও আমি প্রবল অতৃপ্ত!

অথচ এখনও আমি বুভূক্ষের মত আঙ্গুল কামড়ে ধরি।

অথচ এখনও আমি পিঁপড়ের মত করে তেপান্তর পার হচ্ছি,

ওপারে ভালবাসার সমাপ্তি।

অথচ এখনও আমি তীর দেখি না। অথচ এখনও আমি তরী দেখি না।

অথচ এখনও ভাবি ভালবাসা… ভালবাসা… ভালবাসা…

অথচ এখনও ভাবি অতৃপ্ত… অনন্ত… অসীম।

 

অথচ এখনও ততটুকু চোখে চোখ রাখা হয়নি,

যতটুকু রাখা হলে মানুষ আর মানুষে মিলে হয় গাছ।

অথচ এখন ততটুকু উত্তাপ আসেনি

যতটুকুতে দু’জনে বাষ্পের মত করে মিলিয়ে থাকে।

অথচ এখনও ততটুকু কাঁদোনি, যত কান্নায় ঝরে যায় সব পাঁপড়ি।

অথচ এখনও ততটুকু হাসোনি, যত হাসিতে কাঁদতে ভুলে যাও।

 

অথচ এখনও অতটুকুর ভার বইতে শেখোনি?

অথচ এখনও পৃত্থীর কান্না ডোবায় তোমাকে?

অথচ কান্নারঙা ভালবাসার ভারে এখনই যদি তুমি মিশে যাও মাটিতে!

অথচ আমার ভালবাসা তখনও ফুরায়নি।

মরে যাও! মরে যাও! মরে যাও!

 

অথচ এতটা ভালবাসা হবে না, যতটুকু হলে ফুরিয়ে যায় বোধ!

Comments

Popular posts from this blog

ক্লেদ

কল্পনার ওপাশে

বৃষ্টিবিলাস অধ্যাদেশ