প্রিয়, মেহেদী পাতার কষ্ট
প্রিয়তা,
মেহেদী পাতা দেখেছ কি?
ওপরে পুলকে মত্ত শ্যামল সবুজে ঢাকা তনু
হৃদয়; যেন তার শত জনমের কষ্ট বেদনা
পুঞ্জিভুত হয়ে ছেয়ে যায় রুধিরে
কভূ তা সইতে না পেরে উগড়ে দেয়
হৃদয়ের শত দুঃখ, কষ্ট, বেদনা, বিরহের ধারা
বয়ে চলে শোণিতের ধারা হয়ে
ঠিক যেন আমার হৃদয়ের প্রতিচ্ছবি
তোমার বিরহে
প্রতিটি মুহুর্ত যেন আমার হৃদয়ের মৃত্যুক্ষন
হৃদয়ের বেদনা পরিনত হয় আবীরে
যে আবীরে হোলির নৃত্যানন্দ নেই
জীবনের পুলকনৃত্য নেই
কেবল আছে
এক অসীম শূণ্যতা, অসীম বেদনা
প্রিয়তা, শুনছ কি?
মেহেদী পাতা দেখেছ কি?
ওপরে পুলকে মত্ত শ্যামল সবুজে ঢাকা তনু
হৃদয়; যেন তার শত জনমের কষ্ট বেদনা
পুঞ্জিভুত হয়ে ছেয়ে যায় রুধিরে
কভূ তা সইতে না পেরে উগড়ে দেয়
হৃদয়ের শত দুঃখ, কষ্ট, বেদনা, বিরহের ধারা
বয়ে চলে শোণিতের ধারা হয়ে
ঠিক যেন আমার হৃদয়ের প্রতিচ্ছবি
তোমার বিরহে
প্রতিটি মুহুর্ত যেন আমার হৃদয়ের মৃত্যুক্ষন
হৃদয়ের বেদনা পরিনত হয় আবীরে
যে আবীরে হোলির নৃত্যানন্দ নেই
জীবনের পুলকনৃত্য নেই
কেবল আছে
এক অসীম শূণ্যতা, অসীম বেদনা
প্রিয়তা, শুনছ কি?
Comments
Post a Comment