আমি কাঁদতে পারিনি তাই
কষ্টগুলো আমি একটু একটু করে
জমিয়ে রেখেছি
আমার মাঝে
আমার মাঝে বয়ে চলা
কালবৈশাখীর একটা ঝরা পাতাও
আমি প্রকাশ করিনি
তার প্রতিটি ঝাপটায়
আমার কুঁড়েঘর নুয়ে পড়েছে
ধসে গেছে তার মাটির দেয়াল
তবু কি তুমি একবারও বোঝ নি?
বুঝতে পার নি আমাকে?
আমার কষ্টগুলোকে-
আমি কাঁদতে পারিনি তাই?
আমার প্রতিটি স্মৃতি
আমায় প্রতিনিয়ত ধ্বংস করছে
কোন চির-চেনা জলোচ্ছ্বাসে
আমি প্রতিনিয়ত ভেসে চলেছি
তবু, আমার চোখের প্রাণহীন হাসিতে
তুমি কেবলই বিভ্রান্ত হয়েছ
হৃদয়ের দিকে কি তুমি
একবারও চোখ মেলে দেখনি?
আমি কাঁদতে পারিনি তাই!
আমার অনুভূতিগুলো
আমি তোমায় বোঝাতে চেয়েছি
হয়তবা তার প্রকাশভঙ্গীটা ছিল
একেবারেই অচেনা
তোমার জন্য দুর্বোধ্য
তোমাতে আনন্দাশ্রু মানায়
আমাতে কেবলই কষ্টের হাসি
এক নির্জীব উন্মত্ততা
প্রাণহীন রুক্ষ ভালবাসা
আমি নিজেই কখনও
বুঝতে পারিনি আমাকে
চিনতে পারিনি আমার
কোন অনুভূতিকে
আমি জানি, কেন-
আমি কাঁদতে পারিনি তাই।
আমি কাঁদতে পারিনি
আমি শত চেষ্টার পরেও
হৃদয়ের মাঝে থাকা
একফোঁটা অশ্রুকে
চোখের কোনায় রাখতে পারিনি
আমি কাঁদতে পারিনি
তীব্র শীতের মাঝে
ঘাসের ডগায় জমে থাকা
প্রাণহীন শিশিরের মতই
বোধহীন ছিলাম আমি
হয়তো আজও তাই আছি
আমার সমস্ত অশ্রু
আজ বেদনার মাঝে জমে আছে
বোধহীন, অশঙ্ক, নির্জীব কারাগারে
আমার সকল অনুভূতিগুলো
আজ মৃতপ্রায়
তাদের কি একবারও বুঝতে চেয়েছ?
একবারও না।
তাদের অনুভব করে
আমি আজ আর কাঁদতে পারিনা
আমি কাঁদতে পারিনি তাই…
জমিয়ে রেখেছি
আমার মাঝে
আমার মাঝে বয়ে চলা
কালবৈশাখীর একটা ঝরা পাতাও
আমি প্রকাশ করিনি
তার প্রতিটি ঝাপটায়
আমার কুঁড়েঘর নুয়ে পড়েছে
ধসে গেছে তার মাটির দেয়াল
তবু কি তুমি একবারও বোঝ নি?
বুঝতে পার নি আমাকে?
আমার কষ্টগুলোকে-
আমি কাঁদতে পারিনি তাই?
আমার প্রতিটি স্মৃতি
আমায় প্রতিনিয়ত ধ্বংস করছে
কোন চির-চেনা জলোচ্ছ্বাসে
আমি প্রতিনিয়ত ভেসে চলেছি
তবু, আমার চোখের প্রাণহীন হাসিতে
তুমি কেবলই বিভ্রান্ত হয়েছ
হৃদয়ের দিকে কি তুমি
একবারও চোখ মেলে দেখনি?
আমি কাঁদতে পারিনি তাই!
আমার অনুভূতিগুলো
আমি তোমায় বোঝাতে চেয়েছি
হয়তবা তার প্রকাশভঙ্গীটা ছিল
একেবারেই অচেনা
তোমার জন্য দুর্বোধ্য
তোমাতে আনন্দাশ্রু মানায়
আমাতে কেবলই কষ্টের হাসি
এক নির্জীব উন্মত্ততা
প্রাণহীন রুক্ষ ভালবাসা
আমি নিজেই কখনও
বুঝতে পারিনি আমাকে
চিনতে পারিনি আমার
কোন অনুভূতিকে
আমি জানি, কেন-
আমি কাঁদতে পারিনি তাই।
আমি কাঁদতে পারিনি
আমি শত চেষ্টার পরেও
হৃদয়ের মাঝে থাকা
একফোঁটা অশ্রুকে
চোখের কোনায় রাখতে পারিনি
আমি কাঁদতে পারিনি
তীব্র শীতের মাঝে
ঘাসের ডগায় জমে থাকা
প্রাণহীন শিশিরের মতই
বোধহীন ছিলাম আমি
হয়তো আজও তাই আছি
আমার সমস্ত অশ্রু
আজ বেদনার মাঝে জমে আছে
বোধহীন, অশঙ্ক, নির্জীব কারাগারে
আমার সকল অনুভূতিগুলো
আজ মৃতপ্রায়
তাদের কি একবারও বুঝতে চেয়েছ?
একবারও না।
তাদের অনুভব করে
আমি আজ আর কাঁদতে পারিনা
আমি কাঁদতে পারিনি তাই…
Comments
Post a Comment