ঘোড়দৌড়
অথচ সাত সমুদ্দুর তেরো নদীরে ভাবতাম —
সবচেয়ে সুদীর্ঘ দূরত্ব।
অথচ তেপান্তর বলতেই দেখতে পাইতাম —
এক অনির্নেয় দীর্ঘসূত্রিতা।
অথচ মনে হইতো
”বাকি জীবন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো“
সবচেয়ে একঘেয়ে সমাপ্তি।
অথচ, দেখো... অথচ...
ঘর-দোর-উঠোন ফালাইয়া
সত্তুরটা সমুদ্দুর আর একশ ত্রিশটা নদীর পরে
এই পাথর আর ম্যাপল গাছের শহরে
দূরত্বের হিসাব আর কষতে বসা হয় না।
অথচ, দেখো... অথচ...
এই অতলান্তিকের কালচে জল
তেপান্তরের মরিচিকার চাইতে বড় বিভ্রম কি′না —
সেই হিসাব আর কষতে বসা হয় না।
অথচ, দেখো... অথচ...
মাঝ রাত্তিরে আমার মাথার ভেতর কিলবিল করা
খোক্ষসগুলার চাইতে
আমাদের এই একষট্টি আলোকবর্ষ দূরত্ব
বেশি বিভীষিকাময় কি'না
সেই হিসাব আর কষতে বসা হয় না।
এই ঊনিশশো চৌত্রিশের ঘোড়দৌড়ে
তেপান্তরও মাইক্রোস্কোপিক হয়া যায়।
বিগত দুই যুগের স্বপরিকল্পিত ঘোড়দৌঁড়ে ইস্তফা দিয়া
আমি এখন একটা ব্যাঙ্গমার মতোন স্থির হয়া বসতে চাই।
বাকি জীবন সুখে শান্তিতে বসবাসের কপাল না হোক,
বাকি জীবন পাশাপাশি বসবাসের কপালটা হোক।
Comments
Post a Comment