Posts

ক্লেদ

(১) ঠাস! শব্দটা কি এমনই কিছু হল? বোধ হয় না। বোধ হয়! বেশ ওপর থেকে কিছু পড়লে এমনই কোন শব্দ হওয়ার কথা। তবে, তার সাথে যদি কয়েকটা হাড় ভাঙ্গা আর একটা খুলি ভেঙ্গে মগজ ছিটকে যাওয়ার শব্দ যুক্ত হয়, তাহলে সম্মিলিত শব্দটা অন্যরকম কিছু হওয়ার কথা। বোধ হয়! শব্দটা কেন করলাম আমি? জানা নেই। সবকিছুর কারণ থাকতে হবে, তার কোন কারণ নেই। বোধ হয়, হঠাৎ সাধ জেগেছিল। সাধ মেটালাম। জীবনানন্দের মত করে —     কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে   যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ   মরিবার হ’লো তার সাধ। কাল রাতটা ফাল্গুনের রাত নয়। চৈত্রের। অবশ্য পঞ্চমীর চাঁদ ছিল আকাশে। ডুবে থাকা চাঁদ। মরিবার হল সাধ। কারণ কি সত্যিই ছিল না? কে জানে! জীবনটা আমার কাছে অন্য রকম। জীবন হচ্ছে টুকরো টুকরো ব্যর্থতার সমষ্টি। কখনও কম কখনও বেশি। ব্যর্থতাগুলোর ভাজে ভাজে টুকরো টুকরো হাহাকার লেপ্টে থাকে। ব্যস! এই তো জীবন। কত দারুণ ‘জীবন’! প্রেম ছিল, আশা ছিল — জ্যোৎস্নায়। ধোঁয়া ছিল, চায়ের কাপ ছিল, স্বপ্ন ছিল, মেঘদল ছিল… মানুষের সুদীর্ঘ জীবনকাল কাটিয়ে দেয়ার জন্য ওটুকু যথেষ্ট হবার কথা। আমার হয়নি। চাওয়াটা চিরকালই বড্ড বাড়াবাড়ি রকমের বেশি।...

বৃষ্টিবিলাস অধ্যাদেশ

তারপর একদিন অধ্যাদেশ জারী হবে বৃষ্টি বিলাসের।   তারপর একদিন বৃষ্টি হবে। তারপর একদিন বৃষ্টি হলে, সহসাই সময়েরা স্থির হয়ে যাবে। স্যারের ঘুম পাড়ানি গান শুনতে শুনতে, সবচেয়ে দুষ্টু মে’টা সহসাই চমকিত হয়ে উঠবে প্রবল তর্জন গর্জনে। পুনরায় বৃষ্টি হলে সকলের জলস্নান বাধ্যতামূলক করা হবে। সবচেয়ে ঘরকুনো ছেলেটাই চুপিচুপি বারান্দা পেরিয়ে, দু’হাত বাড়িয়ে দেবে অঝোরেতে। বিল্ডিং পেরিয়ে চোখ বাড়াবে নীল বরণা তরুণীতে।   তারপর একদিন বৃষ্টি হবে। তারপর যেইদিন আকাশটা ভেঙ্গে যাবে, সকল স্কুল-অফিস-আদালত-কর্মক্ষেত্র অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত ঘোষণা হবে। কর্পোরেট স্বামী ঘরে ফেরার রাস্তায়_ নীল একটা গোলাপ কিনে নেবে সহসাই। সেই নীল গোলাপটা সাবিত্রিকে হাঁটু গেড়ে অর্পণ করবে, না লুকিয়ে বিছানাতে রেখে দেয়া হবে— তা নিয়ে বৃষ্টি-বিলাস অধ্যাদেশে সুনির্দিষ্ট কিছু থাকবে না।   আবার যেদিন সূর্য লুকোচুরি খেলবে, মোড়ে টংয়ের দোকান ছাড়া আর কিছু খোলা থাকবে না সেইদিন। বেশ কড়া লিকারের একটা চায়ের সাথে, এক শলা গোল্ডলিফ শক্ত করে টান দেয়া হবে শুধু_ কেউ যেন সেটা রেগে টান দিয়ে ফেলে দেয়। বৃষ্টি-বিলাস শীর্ষক অধ্যাদেশে কারো ফাঁকা একক হাত ...

স্বাতন্ত্রিক

মেয়েটি জন্মাতে চাইল। আমি তার হৃদপিণ্ডের ভেতর হাত ঢুকিয়ে, তার হৃদয়টাকে টেনে বের করে আনলাম। সে উদ্ভাসিত হয়ে উঠল। সে আলোকপ্রাপ্ত হল। সে জন্মালো। মেয়েটি আশ্রয় চাইল। আমি সূর্যটাকে ঠেলে সরিয়ে অধিষ্ঠিত হলাম আর সমগ্র আকাশ পটে আমি জড়িয়ে রাখলাম নিজস্বতাকে। সে আশ্রয় নিল বুভূক্ষের মত। সে আঁখি লুকালো। সে আঁখিজল লুকালো। মেয়েটি বিস্তৃতি চাইল। আমি একটা, দু'টো, তিনটে করে তার একষট্টি হাজার বোধ ছড়িয়ে দিলাম আকাশের গায়ে মেঘের মত করে। সে বিস্তৃত হল নগরায়নের মত। সে বিস্তৃত হল পারমাণবিক বিস্ফোরণের মত। মেয়েটি স্বাতন্ত্র চাইল। আমি শ্রাবণকে তার মাঝে গেঁথে দিয়ে আমিত্বকে লুকোলাম  ধূসরের আড়ালে আর তাকে ঝরতে দিলাম স্বাতন্ত্রিকতায়। কেউ মুগ্ধ হল। অজস্র মুগ্ধ হল। অজস্র শ্রাবণস্নানে রত। আমি একাকীত্ব চাইলাম।

অথচ ২

 অথচ তখনও নিউরনে নিউরনে মিশে যাওয়া হয়নি। অথচ তখনও কামড়ে ধরে রাখতে রাখতে জোড়া লেগে যায়নি দু’ঠোঁট। অথচ তখনও এত জোরে আঁকড়ে ধরা হয়নি, যেভাবে তুমি আর আমি হয়ে যাই আমি আর তুমি। অথচ তখনও ততটুকু ঘৃণা করা হয়নি, ততটুকু ভালবাসা হয়নি, যতটুকু হলে ফুরিয়ে যায় বোধ।   অথচ এখনও আমি প্রবল অতৃপ্ত! অথচ এখনও আমি বুভূক্ষের মত আঙ্গুল কামড়ে ধরি। অথচ এখনও আমি পিঁপড়ের মত করে তেপান্তর পার হচ্ছি, ওপারে ভালবাসার সমাপ্তি। অথচ এখনও আমি তীর দেখি না। অথচ এখনও আমি তরী দেখি না। অথচ এখনও ভাবি ভালবাসা… ভালবাসা… ভালবাসা… অথচ এখনও ভাবি অতৃপ্ত… অনন্ত… অসীম।   অথচ এখনও ততটুকু চোখে চোখ রাখা হয়নি, যতটুকু রাখা হলে মানুষ আর মানুষে মিলে হয় গাছ। অথচ এখন ততটুকু উত্তাপ আসেনি যতটুকুতে দু’জনে বাষ্পের মত করে মিলিয়ে থাকে। অথচ এখনও ততটুকু কাঁদোনি, যত কান্নায় ঝরে যায় সব পাঁপড়ি। অথচ এখনও ততটুকু হাসোনি, যত হাসিতে কাঁদতে ভুলে যাও।   অথচ এখনও অতটুকুর ভার বইতে শেখোনি? অথচ এখনও পৃত্থীর কান্না ডোবায় তোমাকে? অথচ কান্নারঙা ভালবাসার ভারে এখনই যদি তুমি মিশে যাও মাটিতে! অথচ আমার ভালবাসা তখনও ফুরায়নি। মরে যাও! মরে যাও! মরে যাও!   ...

যদি তুমি ভুলে যাও আমাকে

 আমি চাই তুমি জেনে রাখো এক পরম বোধি। তুমি কি জানো তা কেমন: যদি আমি তাকাই স্ফটিকায় চাঁদের দিকে, কিংবা আমার জানালায় মন্থর হেমন্তের কোন লালচে শাখায়, যদি আমি স্পর্শ করি আগুনের সন্নিকটে স্পর্শাতীত ছাইকণা, কিংবা কোন অশীতিপর গাছের গুঁড়ির বলিরেখার শরীর, তার সবকিছু আমাকে তোমার কাছে বয়ে নিয়ে যায়। যেন যা কিছু সত্য, অস্তিমান, সৌরভ, আলো, অন্ধকার, সবকিছু ডিঙিনৌকার সারি; যা বয়ে যায় আমার অপক্ষায় থাকা তোমার ছোট্ট দ্বীপের অভিমূখে। তবুও এখন যদি একটু একটু করে তুমি বন্ধ করো আমাকে ভালবাসা, আমিও বন্ধ করে দেবো তোমাকে ভালবাসায় একটু একটু করে। যদি হঠাৎ তুমি ভুলে যাও আমাকে, তোমার দু'টি চোখ যদি আর না খোঁজে আমাকে, আমি তোমাকে ভুলে গিয়েছি এরই মধ্যে। যদি তুমি ভাবো এসব পাগলাটে আর দীর্ঘ, আমার জীবন জুড়ে বয়ে চলা এই উন্মত্ত ঢেউয়ের সারি, এবং তুমি সিদ্ধান্ত নাও আমাকে হৃদয়ের উপকূলে ফেলে যাওয়ার যেখানে আমি শিকড় গেঁড়ে বসে আছি, মনে রেখো, ঠিক সেই দিনে, ঠিক সেই প্রহরে, আমি দু'হাত ছড়িয়ে দেবো আকাশে, আর আমার শিকড় উপড়ে যাবে দ্বীপান্তরের খোঁজে। তবে, যদি প্রতিদিন, প্রতি প্রহরে, তুমি অনুভব করো আমিই তোমার গন্তব্য স্পর্শাতীত আদরে মো...

ঘোড়দৌড়

 অথচ সাত সমুদ্দুর তেরো নদীরে ভাবতাম — সবচেয়ে সুদীর্ঘ দূরত্ব। অথচ তেপান্তর বলতেই দেখতে পাইতাম — এক অনির্নেয় দীর্ঘসূত্রিতা। অথচ মনে হইতো ”বাকি জীবন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো“ সবচেয়ে একঘেয়ে সমাপ্তি। অথচ, দেখো... অথচ... ঘর-দোর-উঠোন ফালাইয়া সত্তুরটা সমুদ্দুর আর একশ ত্রিশটা নদীর পরে এই পাথর আর ম্যাপল গাছের শহরে দূরত্বের হিসাব আর কষতে বসা হয় না। অথচ, দেখো... অথচ... এই অতলান্তিকের কালচে জল তেপান্তরের মরিচিকার চাইতে বড় বিভ্রম কি′না — সেই হিসাব আর কষতে বসা হয় না। অথচ, দেখো... অথচ... মাঝ রাত্তিরে আমার মাথার ভেতর কিলবিল করা খোক্ষসগুলার চাইতে  আমাদের এই একষট্টি আলোকবর্ষ দূরত্ব বেশি বিভীষিকাময় কি'না সেই হিসাব আর কষতে বসা হয় না। এই ঊনিশশো চৌত্রিশের ঘোড়দৌড়ে তেপান্তরও মাইক্রোস্কোপিক হয়া যায়। বিগত দুই যুগের স্বপরিকল্পিত ঘোড়দৌঁড়ে ইস্তফা দিয়া আমি এখন একটা ব্যাঙ্গমার মতোন স্থির হয়া বসতে চাই। বাকি জীবন সুখে শান্তিতে বসবাসের কপাল না হোক, বাকি জীবন পাশাপাশি বসবাসের কপালটা হোক।

মেঘটা

 নিযুত বছর আগে এক শ্রাবণ-সংক্রান্তির রাতে আমাকে একটা মেঘ ধরিয়ে দিয়েছিল শ্রাবন্তিকা। কাজলের মত; কুয়াশার মত; নির্বোধ-মত একটা মেঘ। আমি মেঘটা ধরলাম। উল্টে পাল্টে দেখলাম। আঙ্গুল গলে গড়িয়ে পড়ছে দেখে — “সুন্দর হয়েছে” বলে আমি চুপচাপ মেঘটা  সাতটি তারার তিমিরে পুরে রেখেছিলাম। মেঘটা গুটিসুটি করে চুপচাপ বইয়ের ভাঁজে পড়ে ছিল। মেঘটা। শ্রাবন্তিকার দেয়া আরও হাজারও উপহারের মত মেঘটার কথাও আমি ভুলে গিয়েছিলাম। আজ সন্ধ্যায় শেলফ খুলতে গিয়ে হঠাৎই শুনি প্রবল বর্জ্রপাত। জিউস আর থরের যুদ্ধে আমার কিছু করার নেই ভাবনায় — আমি শেলফটা খুলতেই চমকে উঠি। বইয়ের প্রতিটি তাক মরুভূমি আর প্রবল খরতাপে পুড়ে গেছে প্রতিটি অক্ষর। মরিচিকার ধোঁয়ার সাথে তাল মিলিয়ে ওপরে তাকাতেই দেখি — মেঘটা। আমি চোখ বন্ধ করে ফেলি; যেমন করে চোখ বন্ধ করে ফেলছি প্রতিদিন। আমি দেখতে চাই না — আমার সব গল্প পুড়ে গেছে। আমার সব বাক্য পুড়ে গেছে। আমার সব শব্দ পুড়ে গেছে। আমার সব অক্ষর পুড়ে গেছে। সেই পোড়াভূমিতে মরিচিকার ছায়া হয়ে আছে — মেঘটা। অভিমানের মত ছোট্ট মেঘটা — বইয়ের ভাঁজে যাকে নিমিষেই লুকিয়ে রাখা যেত; সে ঘৃণার মত বিস্তৃত হয়ে ঢেকে রেখেছে আমার সবখানি।...